বেঙ্গালুরু: ১৮ বছর পর বহুকাঙ্খিত আইপিএল জয়। স্বাভাবিকভাবেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) আইপিএল খেতাব জয়ের পর বিরাট কোহলির আবেগের বিস্ফোরণ ঘটেছিল। কান্নায় ভেঙেছিলেন তিনি। প্রিয় ক্রিকেটারের স্বপ্নপূরণের রাতে উচ্ছ্বাসে ভেসেছিল গোটা বেঙ্গালুরু শহরও। অপেক্ষা ছিল কোহলিদের সঙ্গে তাদের উপস্থিতিতে আনন্দে গা ভাসানোর। তবে মুহূর্তেই আরসিবির বিজয় উৎসব বদলে গিয়েছিল বিপর্যয়ে।
চিন্নাস্বামী স্টেডিয়ামের (Chinnaswamy Stadium) বাইরে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন ১১, আহত হয়েছেন প্রায় ৫০ জন। এই ঘটনায় এবার গ্রেফতার হলেন আরসিবির মার্কেটিং প্রধান নিখিল সোসালে। বেঙ্গালুরু বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজির মার্কেটিং প্রধানকে। বেঙ্গালুরু থেকে মুম্বই যাওয়ার পথে তাঁকে পাকড়াও করে পুলিশ। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বিরাট কোহলি (Virat Kohli)।
চিন্নাস্বামীর বাইরে পদপিষ্ট হয়ে মৃত্যুর এই ঘটনায় আরসিবির মার্কেটিং প্রধান নিখিলকে তো গ্রেফতার করাই হয়েছে, পাশাপাশি এক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থারও দুই কর্তাকে আটক করা হয়েছে। গতকালই আরসিবির বিরুদ্ধে মামলা দায়ের করে কর্ণাটক পুলিশ। বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অপরাধমূলক অবহেলার অভিযোগ আনা হয়েছে।
গতকালই ঘটনার ২৪ ঘণ্টা পর সাসপেন্ড করা হয়েছিল বেঙ্গালুরুর পুলিশ কমিশনার-সহ তিন পুলিশ কর্তাকে। ঘটনার ২৪ ঘণ্টা পর, বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। সাসপেন্ড করা হয়েছে ACP ও সেন্ট্রাল জোনের DCP-কে। এবার আরও কড়া পদক্ষেপ নেওয়া হল।
প্রসঙ্গত, এই ঘটনায় প্রাণ হারাদের জন্য আরসিবির তরফে অনুদানের কথা ঘোষণা করা হয়েছে। অনুদানের ঘোষণা করেছে কর্ণাটক সরকার, কর্ণাটক ক্রিকেট সংস্থাও। এই দুঃখজনক ঘটনায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। যেখানে নিহত ১১ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য করার কথা বলা হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি শুধু সাহায্য করাই নয়, বরং পদদলিত হওয়ার ঘটনায় আহতদের জন্য 'RCB Cares' তহবিলও শুরু করেছে।
RCB বিবৃতি জারি করে লিখেছে, 'গতকাল বেঙ্গালুরুতে হওয়া দুর্ভাগ্যজনক ঘটনায় RCB পরিবার গভীরভাবে শোকাহত। আমরা সকলের সম্মান এবং একতার প্রতীক হিসাবে নিহত ১১ জনের পরিবারকে ১০ লক্ষ টাকা করে সাহায্য করার কথা ঘোষণা করছি। এছাড়াও, ঘটনায় আহতদের সাহায্যের জন্য 'RCB Cares' তহবিলও শুরু করা হচ্ছে।'
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াও মৃতদের জন্য ১০ লক্ষ টাকার আর্থিক অনুদানের কথা ঘোষণা করেছিলেন। পাশাপাশি তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসার কথা জানিয়েছিলেন তিনি। কর্ণাটক ক্রিকেট সংস্থার তরফেও পাঁচ লক্ষ টাকা দানের কথা জানানো হয়েছে।