এই ধরনের একটি ঘটনা সামনে আসে গত মাসের শেষে। উত্তরপ্রদেশের লখনউর হজরতগঞ্জের স্টেশন হাউস অফিসার এক বাক্স মিষ্টি পৌঁছে দিয়েছিলেন লো ব্লাড সুগারের সমস্যায় ভোগা এক ৮০ বছরের বৃদ্ধের বাড়িতে। রামচন্দ্র প্রসাদ কেশরী নামের ওই বৃদ্ধ অসুস্থ বোধ করে ফোন করেন পুলিশকে। নিজের অসুবিধার কথা জানাতেই এসএইচও সন্তোষ সিংহ তরিঘড়ি ওই বৃদ্ধের বাড়ি পৌঁছে যান মিষ্টি নিয়ে। লকডাউন চলাকালীন এমন আরও অনেক ঘটনাই দেশের মানুষের কাছে পুলিশের মানবিক মুখ তুলে ধরেছে। ক্যান্সার আক্রান্তকে ওষুধ পৌঁছে দিতে ৪৩০ কিমি বাইকে সওয়ার পুলিশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2020 10:31 AM (IST)
লখনউর হজরতগঞ্জের স্টেশন হাউস অফিসার এক বাক্স মিষ্টি পৌঁছে দিয়েছিলেন লো ব্লাড সুগারের সমস্যায় ভোগা এক ৮০ বছরের বৃদ্ধের বাড়িতে।
বেঙ্গালুরু: লকডাউনে পুলিশের কড়া শাসন দেখেছেন সকলে। স্টে অ্যাট হোম-এর নির্দেশ ভেঙে বাইরে বেরনো জনতার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে দেখা গেছে পুলিশকে। যদিও নানা পরিস্থিতিতে তাঁদের সংবেদনশীল নমনীয় রূপও দেখেছে দেশের মানুষ। আবারও মানবিকতার নজির গড়ল পুলিশ। মাইল মাইল দূরে এক ক্যান্সার রোগীকে ওষুধ পৌঁছে দিলেন কর্ণাটক পুলিশের এক হেড কনস্টেবল। বেঙ্গালুরু থেকে ধারাওয়াদ, ৪৩০ কিলোমিটার রাস্তা পার করলেন বাইকে চড়ে। ক্যান্সার আক্রান্ত বৃদ্ধকে অতি প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে বাইকে পার করলেন সুদীর্ঘ পথ এস কুমারাস্বামী। তাঁর এই কাজের প্রশংসা করে ট্যুইট করেছে বেঙ্গালুরু সিটি পুলিশ। বেঙ্গালুরু পুলিশ কমিশনার ভাস্কর রাও ওই পুলিশকর্মীকে শংসাপত্র দিয়ে উৎসাহিত করেছেন।