বেঙ্গালুরু : আর জি কর কাণ্ডের পর থেকেই সারা রাজ্য থেকে শোনা যাচ্ছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। ধর্ষণ - গণধর্ষণের অভিযোগ আসছে রাজ্যের কোনা কোনা থেকে। বছর পাঁচেকের শিশু থেকে প্রৌঢ়া , কুনজরের হাত থেকে বাঁচছে না কেউই। ভয়াবহতা বাড়ছে দিনে দিনে। প্রতিবাদ করলে জুটছে প্রহার । পুলিশের কাছে গিয়েও আশাহত হওয়ার অভিযোগ করছেন অনেক অভিযোগকারিণী। একের পর এক এ ধরনের ঘটনায় তৈরি হচ্ছে নেতিবাচক পরিস্থিতি। প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন যাঁরা, তাঁদেরকে নিশ্চিতভাবে উদ্বুদ্ধ করবে এই ঘটনা। 


বেঙ্গালুরুতে ইভ টিজিংয়ের শিকার হওয়ার পর এক যুবতী যা করলেন, তাতে মুগ্ধ নেট দুনিয়া। মেয়ের এই অকুতোভয়তার কথা ভাগ করে নিয়েছেন তাঁর মা। পূর্ণিমা প্রভু নামের এক মহিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গত সপ্তাহে তাঁর বছর কুড়ির মেয়ে, রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বেঙ্গালুরুতে তাঁদের বাড়ি থেকে প্রায় ৮০০ মিটার দূরে দাঁড়িয়ে ছিল একটি বাইক। সেখান থেকে দুটি ছেলে তাঁকে টিটকিরি দেয়। স্বাভাবিক ভাবে এমন পরিস্থিতিতে মেয়েরা চুপচাপ সরে যান। কিন্তু ওই মহিলার মেয়ে তা করেননি। প্রথমে চলে গিয়েও পরে সিদ্ধান্ত বদলে পাল্টা হুঙ্কার দেন। তিনি  মনে করেন রুখে দাঁড়ানো দরকার। ভয়ে পেয়ে পিছিয়ে না গিয়েদৌড়ে তাদের দিকে এগিয়ে গেল। মেয়েটিকে পাল্টা তেড়ে আসতে দেখে বাইকে উঠে চম্পট দেয় দুটি ছেলেই । 


এই ঘটনা জানতে পেরে গর্বিত মা। তিনি ওই ঘটনার কথা নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করার পর লিখেছেন, অনেকেই হয়ত প্রশ্ন তুলবেন তাঁর মেয়ের পোশাক - আসাক নিয়ে। তাই তিনি জানিয়ে দেন, তাঁর মেয়ের পরনে ছিল ফুল হাতা টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্টস । 


তিনি সতর্ক করে দিয়ে বলেন, ' পোশাক সম্পর্কে প্রশ্ন করবেন না। চুপ করে থাকবেন না, আপনার নীরবতা যেন এই ধরনের কাজকে উৎসাহিত না করতে পারে । আমি আমার মেয়ের জন্য খুব গর্বিত, কারণ তার বয়সে আমি মাথা নিচু করে চলে যেতাম ' 


চারিদিকে যখন নারী নির্যাতনের একের পর এক ঘটনা ঘটে চলেছে, তখন এই ঘটনা নিঃসন্দেহে ইতিবাচক শক্তি জোগাবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।