বেঙ্গালুরু: সুরক্ষিত যৌনতার শর্ত মেনে কন্ডোম পরতে বলায় পশ্চিম বেঙ্গালুরুতে যৌনকর্মী খুনের অভিযোগ খদ্দেরের বিরুদ্ধে। পুলিশের দাবি, ৪৮ বছর বয়সি অভিযুক্ত ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়েছে, জেরায় অপরাধ কবুল করেছে সে। অভিযুক্ত একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী।
পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে ডিভোর্সের পর নাবালক পুত্রকে নিয়ে গায়ত্রীনগরে থাকত ওই যৌনকর্মী। সম্প্রতি এক দুপুরে অভিযুক্তের সঙ্গে তার দেখা হয়। যৌন সম্পর্কের জন্য় সে ২৫০০ টাকা চায়। শেষ পর্যন্ত রফা হয় ১৫০০ টাকায়। অগ্রিম হিসাবে ৫০০ টাকা নেয় সে। দুজনে বাসে চেপে রাজাজিনগরে যৌনকর্মীর বাড়ি আসে। অভিযুক্ত বলেছে, সেখানে পৌঁছে সে মহিলাকে বাকি ১০০০ টাকা দেয়। যৌনকর্মী তাকে সুরক্ষা নিশ্চিত করার জন্য কন্ডোম ব্যবহার করতে বললে সে রাজি হয়নি। কথাকাটাকাটির পর সে যৌনকর্মীর কাছে টাকা ফেরত চায়। কিন্তু যৌনকর্মী বেঁকে বসে জানিয়ে দেয়, যে টাকা নিয়েছে, তা ফেরত দেবে না, এমনকী ভয় দেখায়, টাকা ফেরত চাইলে বা কন্ডোম না পরে যৌন সম্পর্কে জোর করলে সে হইচই করবে, পুলিশ ডাকবে। এরপরই ব্যাগ থেকে ছুরি বের করে অভিযুক্ত যৌনকর্মীকে পাল্টা হুঁশিয়ারি দেয়, টাকা ফেরত না দিলে তাকে ছুরি মারবে। বাকবিতন্ডার মধ্যে সে আচমকা যৌনকর্মীর তলপেটে ছুরি মারে, যন্ত্রনায় সে সাহায্য চেয়ে চিত্কার করলে তার গলা কেটে দেয়। এরপর অপরাধস্থল থেকে ওই মহিলার নকল সোনার চেন, দুটি মোবাইল নিয়ে চম্পট দেয়। ঘটনাটি জানাজানি হয় মহিলার ছেলে স্কুল থেকে ফেরার পর।
স্থানীয় থানার পুলিশ খুনের মামলা দায়ের করে অভিযুক্তের খোঁজে তল্লাশিতে নামে। নানা অ্যাঙ্গেল থেকে তদন্ত করেও কোনও অগ্রগতি হয়নি। তবে ১৫০-র বেশি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে যৌনকর্মীর সঙ্গে ওই খদ্দেরকে চিহ্নিত করে। দেখা যায়, মহিলার মৃত্য়ুর কয়েক ঘন্টা পর তার মোবাইল বাজছে। টাওয়ার লোকেশন জেনে সাদা পোশাকের কর্মী নামায় পুলিশ। ধরা পড়ে অভিযুক্ত।