বেঙ্গালুরু: ভয়ঙ্কর ! প্রকাশ্য রাজপথে মহিলা যাত্রীকে সপাটে চড় মারলেন এক অ্যাপ-বাইক চালক। ভাইরাল হয়েছে সেই ভিডিও । যাত্রীকে এতটাই জোরে চড় কষান চালক, তিনি ছিটকে পড়ে যান রাস্তায়। ওই সময় রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছিলেন অনেকেই। সমাজমাধ্যমে এখন তা ভাইরাল।
বেঙ্গালুরুর জয়নগরে অ্যাপ বাইক সংস্থা ব়্যাপিডোর চালকের বিরুদ্ধে এক মহিলা যাত্রীকে মারধর করার অভিযোগ উঠল। সেই সংক্রান্ত একটি ভিডিও এখন ঝড়ের গতিতে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কিন্তু এই ঘটনা ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে টেক-সিটি বেঙ্গালুরুতে।
জানা গিয়েছে, অ্যাপ - বাইকটি বুক করেন একটি গয়নার দোকানে কর্মরতা এক মহিলা, যাঁকে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওয়। অভিযোগ, ওই বাইক আরোহী বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। বারবার বারণ করা সত্ত্বেও কথা শোনেননি ওই চালক। এরপর ওই মহিলা মাঝপথে গাড়ি থেকে নেমে পড়েন। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করেন। দেখা যায়, আরোহী মহিলা কেবল ইংরেজিতে কথা বলতে থাকেন। আর যিনি বাইক চালক তিনি কথা বলতে থাকেন কন্নড় ভাষায়। এমন একটা পরিস্থিতি দাঁড়ায় , মনে হয় কেউই কারও কথা বুঝছেন না, শুধুই তর্ক বাড়ছে। শেষমেষ ওই মহিলাটি ভাড়া দিতে এবং হেলমেট ফেরত দিতে অস্বীকার করেন। তখন পরিস্থিতি আরও খারাপ হয়। এরপর চালক ক্ষেপে গিয়ে মহিলাকে সপাটে চড় মারেন। এতটাই আকস্মিক ও তীব্র ছিল ওই আঘাত যে , মহিলাটি ছিটকে গিয়ে পড়েন রাস্তায়।
ভিডিওতে, প্রথমে দুজনকে তর্ক করতে দেখা যায়। কিন্তুপাশাপাশির কেউই তাঁদের থামাতে আসছে না বলে দেখা যায়। এরপর যখন বাইক আরোহী লোকটি মহিলাকে চড়ও মারেন, তখনও কেউ প্রতিবাদ জানায়নি। এনডিটিভির সূত্রানুসারে, পুলিশ মহিলাকে বাইক চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে বলে। কিন্তু তিনি আর বিষয়টি নিয়ে এগোতে চাননি।
এই প্রথম নয়, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বর নাগাদ এমনই একটি ঘটনা ঘটে এই বেঙ্গালুরুতেই। এক অটোচালক চড় মেরেছিলেন এক মহিলা যাত্রীকে। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। এক মহিলাকে অটোচালকটি সবার সামনে হেনস্তা করে। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। অটোচালকের দাবি ছিল, মহিলাটি রাইড ক্যানসেল করে, অন্য অটো নির্বাচন করেছেন। যাত্রা বাতিল করায়, ওই চালক চটে যায়। মহিলার সঙ্গে তীব্র তর্ক-বিতর্ক শুরু করে দেয়। তারপর লোকটি অন্য অটোচালকের সামনেই মহিলাকে থাপ্পড় মারে। ঘটনার ভিডিও, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।