মাকে খুন করে আন্দামান ঘুরতে গেল মেয়ে! কারণ শুনলে তাজ্জব হবেন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2020 08:32 PM (IST)
এরপর আহত ভাইয়ের ডাকাডাকিতেই প্রতিবেশীরা ছুটে আসেন। কেন খুন? অমুরথার ভাইয়ের দাবি...
বেঙ্গালুরু: মাকে ছুরি মেরে খুন! ভাইকে আঘাত। তারপর সোজা উড়ানে আন্দামান। বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে। এমনই ভয়ঙ্কর অভিযোগে পুলিশের জালে বেঙ্গালুরুর এক আইটি কর্মী ও তার বন্ধু। অমুরথা চন্দ্রশেখর নামে ৩৩ বছরের ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ, আন্দামান উড়ে যাওয়ার আগে বারেবারে ছুরি মেরে মাকে হত্যা করে সে। এরপর ভাইকেও আহত করে সে। এরপরই ‘বন্ধু’ শ্রীধর রাওয়ের সঙ্গে প্রথমে বাইকে চড়ে এয়ারপোর্ট, সেখান থেকে পোর্ট ব্লেয়ারের বিমান ধরে সে। পুলিশ সূত্রের খবর, আগে থেকেই ফ্লাইট বুক করা ছিল তাঁদের। এরপর আহত ভাইয়ের ডাকাডাকিতেই প্রতিবেশীরা ছুটে আসেন। কেন খুন? অমুরথার ভাইয়ের দাবি, পরিবারের উপর ১৫ লাখ টাকা ঋণের বোঝা ছিল। সেই নিয়েই সম্ভবত অশান্তিতে ছিল অমুরথা। ঘটনার দিন এই ব্যাপারটি নিয়েই সে চিৎকার করতে শুরু করে বলে ভাই হরিশের দাবি। ঘটনার ষড়যন্ত্রে কোনওভাবে মেয়েটির বন্ধু শ্রীধর যুক্ত কি না, খতিয়ে দেখছে পুলিশ।