নয়াদিল্লি: আবারও ভারতসফর বাতিল করলেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বছরের শেষে ভারতে পা রাখার কথা ছিল তাঁর, বৈঠকে বসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে সামনে রেখে ভারতসফর বাতিল করলেন নেতানিয়াহু। বিশেষ করে দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের জেরেই নেতানিয়াহু ভারতসফর বাতিল করলেন বলে জানা যাচ্ছে। ( Benjamin Netanyahu)
২০১৮ সালে শেষবার ভারতসফরে এসেছিলেন নেতানিয়াহু। ১৪ থেকে ১৯ জানুয়ারি, ছ’দিন ছিলেন ভারতে। ২০২৫ শেষ হওয়ার আগে ফের ভারতে আসার কথা ছিল তাঁর। ঠিক ছিল, ১৩ থেকে ১৬ ডিসেম্বর ভারতে থাকবেন তিনি। কিন্তু আপাতত সেই পরিকল্পনা বাতিল করলেন নেতানিয়াহু। আগামী বছর ফের তাঁর সফর নিয়ে কথা এগোতে পারে বলে জানা যাচ্ছে। (Israel India Relations)
অতি সম্প্রতিই ইজ়রায়েল সফর সেরে ফিরেছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূস গয়াল। আর তার পরই নেতানিয়াহুর সফর বাতিলের কথা জানা গেল। দিল্লিতে গাড়ি বিস্ফোরণের দরুণ নিরাপত্তাজনিত উদ্বেগ থেকেই আপাতত নেতানিয়াহু ভারতসফর বাতিল করেছেন বলে খবর। গত ১০ নভেম্বর ওই বিস্ফোরণের পর এখনও পর্যন্ত ১৫ জন মারা গিয়েছেন বলে খবর। আহতও হয়েছেন অনেকে। নেতানিয়াহুও ওই হামলার নিন্দা করেন।
i24 নিউজের একটি রিপোর্টে বলা হয়েছে, নিরাপত্তার দিকটি পর্যালোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার ভারতসফর বাতিল করলেন তিনি। এর আগে, ৯ সেপ্টেম্বর একদিনের সফর বাতিল করেন। এপ্রিলেও সফর বাতিল হয়। এবারে তাঁর সফরের দিকে নজর ছিল কূটনৈতিক মহলের। নিজের গ্রহণযোগ্যতা প্রমাণেই নেতানিয়াহু ভারতকে সফরের জন্য বেছে নিয়েছেন বলে শোনা যায়। জুলাই মাসে নেতানিয়াহুর রাজনৈতিক দল মোদি, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ছবি দিয়ে ব্যানারও টাঙায়। বিশ্বনেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক তুলে ধরা হয়।