নয়াদিল্লি: নতুন গাড়ি কেনা স্বপ্ন পূরণের চেয়ে কম কিছু নয়। ক্রমবর্দ্ধমান মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে গাড়ি কেনা খুব একটা সহজসাধ্য নয়। বিশেষ করে ভারতের মতো দেশে, যেখানে জনসংখ্যার একটা বড় অংশই মধ্যবিত্ত। এখানে মাথার ঘাম পায়ে ফেলিয়ে রোজগার করে তবেই দুই চাকার গাড়ি থেকে চারচাকার গাড়ি কিনতে পারেন। গাড়ি তো শুধু কিনলেই হবে না, সেইসঙ্গে পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির সঙ্গে তালমিলিয়ে গাড়ি রাখার ব্যয় চালানোও বেশ কঠিন কাজ। এ জন্য সাধারণ ক্রেতারা গাড়ির লুকের চেয়ে মাইলেজের ওপরই বেশি গুরুত্ব দেন। তাই বাজেট কম থাকলে গাড়ির মাইলেজ বেশি হবে এবং দাম আয়ত্তের মধ্যে থাকবে, এমন পরিস্থিতি হলে বাজারে বেশ কিছু ভালো বিকল্প রয়েছে। অপেক্ষাকৃত স্বল্প বাজেটে মারুতির অল্টো, ডেটসান রেডি-গো ও কিইড-এর মতো গাড়ি কেনা যেতে পারে। এই গাড়ি ২৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। জেনে নেওয়া যাক ফিচার ও দাম সম্পর্কে তথ্য।



Maruti Alto- মারুতি সুজুকি কোম্পানি ভারতের নির্ভরযোগ্য গাড়ি কোম্পানিগুলির মধ্যে অন্যতম। এ দেশে লোকজন সবচেয়ে বেশি মারুতির গাড়িই কিনে থাকেন। মারুতির স্বল্প বাজেটেও ভালো গাড়ি রয়েছে।কোম্পানির সবচেয়ে পুরানো ও ভালো ছোট গাড়ির মধ্যে একটি হল অল্টো। এই গাড়ির ২০ বছর পূর্ণ হয়েছে। এই গাড়ির দাম শুরু ২.৮৯ লক্ষ টাকা থেকে। এ বছর কোম্পানি এই গাড়ির নয়া মডেল পেশ করতে চলেছে। মাইলেজের দিক থেকে অল্টো খুব ভালো গাড়ি এবং তা প্রতি লিটারে ২২.৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। এই গাড়িতে 796cc-র ইঞ্জিন রয়েছে। EBD-র সঙ্গে ABS সিট বেল্ট রিমাইন্ডার, স্পিড অ্যালার্ট সিস্টেম, ড্রাইভার সাইড এয়ারব্যাগ ও রিভার্স পার্কিং সেন্সর সহ বেশ কিছু ভালো ফিচার এতে রয়েছে। 


Datsun Redi-Go- স্বল্পমূল্যের গাড়িগুলির মধ্যে রয়েছে ডেটসান রেডি-গো। এই গাড়ি প্রায় তিন লক্ষ টাকা বাজেটের মধ্যে পাওয়া যাবে। এর দাম শুরু ২.৮০ লক্ষ টাকা। ডেটসান রেডি-গো তে ০.৮ লিটার পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা 54 PS পাওয়ার জেনারেট করে। এই গাড়ির মাইলেজ প্রতি লিটারে ২২.৭ কিলোমিটার পর্যন্ত। এই গাড়িতে EBD-র সঙ্গে ABS ,সিট বেল্ট রিমাইন্ডার, স্পিড অ্যালার্ট সিস্টেম, ড্রাইভার সাইড এয়ারব্যাগ,  রিভার্স পার্কিং সেন্সর ও স্পিড ওয়ার্নিং সিস্টেম সহ বেশ কিছু সাম্প্রতিক ফিচার রয়েছে।


Renault Kwid- স্বল্প বাজেটের গাড়ির মধ্যে এটিও ভালো বিকল্প। তিন লক্ষ টাকার কম বাজেটে এই গাড়ি পাওয়া যাবে। এর দাম শুরু ২.৮৩ লক্ষ টাকা থেকে। কোম্পানি এর লেটেস্ট ভার্সন সামনে এসেছে। এই গাড়িতে আগের থেকে বেশি স্টাইলিস ফিচার পাওয়া যাবে। নয়া কিইড গাড়িতে 799cc পেট্রোল ইঞ্জিন রয়েছে। মাইলেজের দিক থেকে এই গাড়িও বেশ ভালো। এতে প্রতি লিটারে ২৫.১৭ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। এই গাড়ির সবই ভ্যারিয়েন্টে EBD-র সঙ্গে ABS ,স্পিড অ্যালার্ট সিস্টেম, সিটবেল্ট রিমাইন্ডার, ড্রাইভার সাইড এয়ারব্যাহ ও রিভার্স পার্কিং সেন্সর্স দেওয়া হয়েছে।