মারগাঁও: নতুন মঞ্চের বাঙালির মহাযুদ্ধের রঙ ফের একবার সবুজ-মেরুন। আইএসএলের দ্বিতীয় দফার ডার্বিতেও এসসি ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান। শুক্রবার সন্ধের বড়ম্যাচে ৩-১ গোলে জিতল অ্যান্তোনিও হাবাসের দল। প্রথম লেগের ম্যাচেও জিতেছিল এটিকে মোহনবাগান। সেবার খেলার ফলাফল ছিল ২-০।


রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস ও জাভি হার্নান্ডেজের গোলে জেতে এটিকে মোহনবাগান। অপরদিকে লাল-হলুদ শিবিরের পক্ষে একমাত্র গোলটি তিরির আত্মঘাতী। প্রথমার্ধে নিজে গোল করার পাশাপাশি দ্বিতীয়ার্ধে দলের দুটি গোলের ক্ষেত্রেই ঠিকানা লেখা পাশ বাড়ান ফিজির স্ট্রাইকার রয় কৃষ্ণা। গোটা ম্যাচ জুড়ে তাঁর দাপটের সুবাদেই ম্যাচের সেরা ফুটবলারও হয়েছেন তিনি।



হাইপ্রোফাইল ডার্বির বাঁশি বাজার পর থেকেই খেলার গতি ছিল সবুজ-মেরুন শিবিরের দখলে। খেলার মাত্র ১৫ মিনিটের মধ্যে রয় কৃষ্ণার গোলে লিড নেয় এটিকে মোহনবাগান। ডিফেন্স থেকে তিরির বাড়ানো বুদ্ধিদীপ্ত লম্বা পাশ ধরে এগিয়ে লাল-হলুদ রক্ষণকে কাটানোর পর শেষপ্রহরী সুব্রত পালকে টপকে গোলের খাতা খোলেন ফিজির স্ট্রাইকার।



গোলের খাতা খোলার পর একের পর এক আক্রমণ শানাতে থাকে এটিকে মোহনবাগান। যদিও গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি তারা। আর প্রথমার্ধ শেষের কিছুটা আগে রাজু গায়কোওয়াড়ের লম্বা থ্রো বিপন্মুক্ত করতে গিয়ে ভুল করে বল জালে জড়িয়ে ফেলেন তিরি। তাঁর নেওয়া হেড মাটিতে পড়ে কোণাকুণি গোলে ঢুকে যায়, পুরো শরীর ছুঁড়েও যা আটকাতে পারেননি অরিন্দম ভট্টাচার্য।



 


যদিও আক্রমণের ঝাঁঝ বজায় রেখে দ্বিতীয়ার্ধে ডেভিড উইলিয়ামস ও জাভি হার্নান্ডেজের গোলে ম্যাচ জেতে এটিকে মোহনবাগান।