কোনগুলি দেশের সেরা স্মার্টফোন? দেখে নিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Apr 2020 01:53 PM (IST)
এখন এমন তিনটি ফোনের কথা আপনাদের জানাব, যেগুলির ফিচার যেমন দুর্দান্ত, তেমনই একদম আপনার বাজেট মানানসই।
নয়াদিল্লি: কিছুদিনের মধ্যে বাজারে এসেছে বেশ কয়েকটি দারুণ স্মার্টফোন। কিন্তু এখন এমন তিনটি ফোনের কথা আপনাদের জানাব, যেগুলির ফিচার যেমন দুর্দান্ত, তেমনই একদম আপনার বাজেট মানানসই। ক্যামেরা সেটআপ আর পারফরম্যান্সও ফাটাফাটি। স্যামসাং গ্য়ালাক্সি এম২১ অল্পদিন আগে লঞ্চ করেছে স্যামসাং-এর নয়া স্মার্টফোন গ্যালাক্সি এম২১। ফোনের দুটি ভ্য়ারিয়েন্ট। প্রথমটির ৪ জিবি র্যাম, ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। দাম ১২,৯৯৯ টাকা। দ্বিতীয়টির ৬ জিবি র্যাম, ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। এর দাম এখনও জানা যায়নি। ফোনে ৬.৪ ফুল এইচডি প্লাস ইনফিনিটি-ইউ sAMOLED ডিসপ্লে আছে। আছে অক্টা-কোর অ্যাক্সিনোস ৯৬১১ প্রসেসর। পাওয়ারের জন্য ফোনে ৬০০০ এমএইচএ-র ব্যাটারি, এ সাপোর্ট করবে ১৫ওয়াট ফাস্ট চার্জিং। অ্যান্ড্রয়েড ১০-এর ভিত্তিতে ওয়ান ইউআই ২.০-য় কাজ করে এই ফোন। ছবি তোলার জন্য রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেন্সর ৪৮ মেগাপিক্সল, ৮ মেগাপিক্সল-এর দ্বিতীয় সেন্সর ও তৃতীয়টি ৫ মেগাপিক্সল-এর ডেপথ সেন্সর। সেলফির জন্য রয়েছে ২০ মেগাপিক্সল ক্যামেরা। রিয়্যালমি ৬ প্রো দাম ১৬,৯৯৯ টাকা থেকে ১৮,৯৯৯ টাকার মধ্যে। রয়েছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, গোরিলা গ্লাস ৫-এর সুরক্ষা। ছবির জন্য ফোনের রিয়ারে রয়েছে ৪টি ক্যামেরা, ৬৪ মেগাপিক্সল-এর প্রাইম ক্যামেরা, ৮ মেগাপিক্সল-এর আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সল-এর ম্যাক্রো আর ৮ মেগাপিক্সল-এর টেলিফটো লেন্স। এছাড়া সেলফির জন্য আছে ১৬ মেগাপিক্সল-এর ফ্রন্ট ক্যামেরা। রয়েছে ২.৩জিএইচজেড স্পিড কলকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। এতে ৮ জিবি পর্যন্ত র্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ মিলবে। এছাড়া আছে ৪৩০০ এমএএইচ-এর ব্যাটারি, যা ৩০ ওয়াট ভিওওসি ৪.০ চার্জারকে সাপোর্ট দেবে। রেডমি নোট ৯ প্রো এর দুটি ভ্যারিয়্যান্ট, ৪জিবি+৬৪জিবি আর ৬জিবি+১২৮জিবি । দাম ১২,৯৯৯- ১৫,৯৯৯ টাকা। নতুন রেডমি নোট ৯ প্রো ম্যাক্স-এ ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য রয়েছে কলকম স্ন্য়াপড্রাগন ৭২০ জি প্রসেসর। রিয়ারে রয়েছে ৪৮ এমপি কোয়াড ক্যামেরা সেটআপ, ফ্রন্টে ১৬এমপি ক্যামেরা। ৫০২০এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।