লন্ডন: বিপর্যয়ের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জোস বাটলার। করোনা-মোকাবিলায় ২০১৯ বিশ্বকাপ ফাইনালে পরা টিম জার্সি নিলামে চড়ালেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান । ক্রিকেটার জানিয়েছেন, ওই জার্সি নিলাম করে তিনি ৬৫,১০০ ব্রিটিশ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ৬১.৪৫ লক্ষ টাকা ) তুলেছেন। ওই অর্থ লন্ডনের দুটি হাসপাতালে দান করবেন তিনি, যেখানে কোভিড-১৯ মোকাবিলা করা হচ্ছে।


সোমবার, বাটলার বলেছিলে, এই শার্টটা ভীষণই স্পেশাল। তবে, আমার মতে, যদি এটা এখন জরুরি কারণের কাজে আসে, তাহলে এর গুরুত্ব আরও অনেকটাই বেড়ে যাবে। মঙ্গলবার নিলামের সময় শেষ হওয়ার পর দেখা যায়, ৮২ জন ওই জার্সির জন্য দর হেঁকেছেন। সর্বোচ্চ দর এসেছে ৬৫,১০০ পাউন্ড।






প্রসঙ্গত, ঐতিহাসিক লর্ডসে নিউজিল্যান্ডকে বাউন্ডারি সংখ্যার বিচারে হারিয়ে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। ট্যুইটারে একটি ভিডিও বার্তার মাধ্যমে বাটলার বলেন, বিশ্বকাপ ফাইনালের টি-শার্ট আমি নিলামে চড়াচ্ছি। এখান থেকে যে অর্থ আসবে, তা রয়্যাল ব্রম্পটন ও হেয়ারফিল্ড হাসপাতালে দেওয়া হবে। কোভিড-১৯ আক্রান্তদের জন্য জীবনদায়ী সরঞ্জাম কিনতে আর্থিক অনুদান চেয়ে ওরা গত সপ্তাহে জরুরি আবেদন করেছিল।


এখানে বলে রাখা প্রয়োজন, বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী, ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের বেশি।