নদিয়া: পুজোর মুখে নদিয়ার শান্তিপুরের চর সারাগর এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাগীরথীতে তলিয়ে গিয়েছে সাতটি বাড়ি, প্রায় আড়াই বিঘা জমি। কয়েকটি পরিবার আশ্রয়হীন হয়েছে।


দু’ দিন ধরে শান্তিপুরের ১৬ নম্বর ওয়ার্ডে ভাগীরথীতে চলছে ব্যাপক ভাঙন। বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে সেচ দফতর। কিছুদিন আগেই নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় চর সারাগর এলাকা। ফের একই জায়গায় ভাঙন শুরু হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থায়ীভাবে পাড় বাঁধানোর দাবি জানিয়েছেন তাঁরা। নদী থেকে বেআইনিভাবে বালি-মাটি কেটে নিয়ে যাওয়ার ফলেই এই অবস্থা বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। এ ব্যাপারে পুরসভার নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।