নয়াদিল্লি: যা মনে করা হচ্ছিল, তার থেকে ঢের আগে আসতে চলেছে দেশে তৈরি করোনা টিকা কোভ্যাক্সিন। এ মাসেই শুরু হচ্ছে এর শেষ পর্যায়ের ট্রায়াল, এখনও পর্যন্ত প্রমাণিত, এই টিকা পুরোপুরি নিরাপদ ও কার্যকর, এক বরিষ্ঠ সরকারি বৈজ্ঞানিক এ কথা জানিয়েছেন।

সরকারি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআরের সঙ্গে হাত মিলিয়ে কোভ্যাক্সিন তৈরি করছে বেসরকারি সংস্থা ভারত বায়োটেক। আগে তারা ভেবেছিল, আগামী বছরের দ্বিতীয় ত্রৈমাসিকেই এই টিকা বাজারে আনা সম্ভব। কিন্তু গতকাল আইসিএমআরের বরিষ্ঠ বৈজ্ঞানিক রজনী কান্ত জানিয়েছেন, কোভ্যাক্সিন করোনা রুখতে কার্যকর প্রমাণিত হয়েছে। আশা করা হচ্ছে, ফেব্রুয়ারি বা মার্চেই এই টিকা বাজারে এসে যাবে।

ফেব্রুয়ারিতে এই টিকা এসে গেলে কোভ্যাক্সিনই হবে ভারতে তৈরি প্রথম স্বয়ংসম্পূর্ণ করোনা টিকা।

এর আগে সেপ্টেম্বরে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনও বলেন, অন্যান্য দেশের মত, ভারতও করোনা টিকা তৈরির চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা পরিস্থিতি অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। আশা করা হচ্ছে, আগামী বছরের শুরুতেই করোনা টিকা বাজারে এসে যাবে।

কোভ্যাক্সিনের পাশাপাশি আন্তর্জাতিক স্তরে আরও বেশ কয়েকটি করোনা টিকার এখন চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চলছে। ইংল্যান্ডের অ্যাস্ট্রা-জেনেকা এই মুহূর্তে দৌড়ে সকলের আগে, সম্ভবত এ বছর ডিসেম্বরের শেষে বা আগামী বছরের শুরুতে তারা বাজারে আনতে পারে এই টিকা। এ জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছে ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে। এছাড়া রয়েছে মডার্না ইনকর্পোরেটেডের টিকা।