নয়াদিল্লি : পি ভি নরসিংহ রাওকে 'ভারত রত্ন' দেওয়ার ঘোষণাকে 'চমৎকার' সিদ্ধান্ত বলে মন্তব্য করলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। শুক্রবার তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী যাঁর হাত ধরে ভারতীয় অর্থনীতির সংস্কার হয়েছে, তাঁকে "কখনোই স্বীকৃতি দেয়নি গাঁধী-নেহরু পরিবার।" সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শর্মিষ্ঠা বলেন, "এটা একটা চমৎকার খবর। যেভাবে তাঁর দল পি ভি নরসিংহ রাওকে অবহেলা করেছেন এবং তাঁকে পাশে সরিয়ে রাখা হয়েছে, অথচ তিনি সেই মানুষটি যিনি ভারতীয় অর্থনীতির সংস্কার করেছেন । কিন্তু, গাঁধী-নেহরু পরিবার কখনোই তা স্বীকার করেনি। এমনকী মৃত্যুর পর তাঁর মরদেহ AICC দফতরে ঢুকতে দেওয়া হয়নি।" তাঁর সংযোজন, "নরেন্দ্র মোদি সরকারের এই ঘোষণা তাদের মহানুবভতা ও করুণার পরিচয়।"
প্রয়াত দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার ঘোষণা করেছেন নরেন্দ্র মোদি। শুক্রবার এই ঘোষণা করেন তিনি। ভারতরত্ন পাচ্ছেন পি ভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিংহ। ভারতরত্ন পাচ্ছেন সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথনও।
প্রাক্তন প্রধানমন্ত্রী হিসেবে নরসিংহ রাওয়ের ভূমিকার প্রশংসা আগেও একাধিকবার করেছেন প্রধানমন্ত্রী মোদি। এবার তিনিই ট্যুইট করে জানালেন নরসিংহ রাওকে ভারতরত্ন সম্মান দেওয়ার কথা। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 'আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী পিভি নরসিংহ রাও গারুকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে, তা জানাতে পেরে আমি আনন্দিত। তিনি একজন বিশিষ্ট পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক । নরসিংহ রাও ভারতকে ব্যাপকভাবে সেবা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বহু বছরের সংসদ হিসেবে ও বিধানসভার সদস্য হিসাবে তিনি যে কাজ করেছেন তার জন্য তিনি স্মরণীয়। তাঁর দূরদর্শী নেতৃত্ব ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করতে, দেশের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপনে সহায়ক হয়েছে।'
কিছুদিন আগেই এল কে আডবাণীকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেন মোদি। এরপর ৯ ফেব্রুয়ারি তিনি ঘোষণা করলেন আরও তিনটি নাম।
প্রধানমন্ত্রী হিসাবে নরসিংহ রাওয়ের সময়কাল ভারতের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ তারও উল্লেখ করেন মোদি। ভারতে মুক্ত অর্থনীতির সূচনা তাঁর হাত ধরেই। সেই সময়ে বিদেশনীতি, ভাষা এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের কথাও বলেছেন মোদি। সেই সঙ্গে তিনি লেখেন নরসিংহ রাও দেশের সাংস্কৃতিক ও বৌদ্ধিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছেন।