কলকাতা: অনলাইন প্রতারণার (online fraud) চক্রে শুধু যে বয়স্করা পড়েন, তা নয়। বরং অনেক কম বয়সিরাও এই চক্রে পড়ে যান। এমনকি তাদের বিপুল আর্থিক লোকসানের মুখেও পড়তে হয়। সম্প্রতি এই নিয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল অব এডুকেশনাল স্টাডিজে। ওই গবেষণায় দাবি, তরুণদের মধ্যে একটি বিশেষ গোষ্ঠীই এই ধরনের প্রতারণার চক্রের শিকার (financial fraud) হন‌। তরুণদের মধ্যে যারা অল্প আয়ের এলাকায় থাকেন, তাদের মধ্যে থেকেই শিকার বেছে নেয় সাইবার অপরাধীরা। ভুয়ো ইমেল (email phishing) থেকে টাকাপয়সা আয়ের লোভ দেখিয়ে তাদের ফাঁসানো হয়। পড়ে বিপুল লোকসানের মুখে পড়তে হয় ওই তরুণদের। কিশোর ও তরুণদের মধ্যে এই গবেষণা করা হয়েছে। 


বড় আকারে গবেষণা 


ব্রিটিশ জার্নালের ওই গবেষণাটি ১৭০,০০০ পড়ুয়াদের নিয়ে করা হয়েছিল। প্রত্যেকের বয়স ছিল ১৫ বছর। তাদের মধ্যে যারা অল্প আয়ের এলাকায় বাস করে, তাদের প্রতারণার শিকার হতে দেখা গিয়েছে। অল্প আয় বা সুবিধা বঞ্চিত এলাকাতে বসবাসের ফলে তাদের লার্নিং স্কিল অর্থাৎ কোনও কিছু শেখার ক্ষমতাও কমেছে‌‌। যেটি অন্যতম কারণ বলে মনে করছেন গবেষকরা।


৩৮ টি দেশের তথ্য


মার্টিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জাপানসহ ৩৮টি দেশের কিশোরদের মধ্যে এই গবেষণা করা হয়েছে। ‘পুওর লার্নিং স্কিল’ (poor learning skill) এর পিছনে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। এর অর্থ নতুন যে কোনও কিছু শেখার পর্যাপ্ত ক্ষমতা না থাকা। যার ফলে সহজেই প্রতারণার শিকার (Cyber Attack) করে নিচ্ছে সাইবার অপরাধীরা।


কী বলছেন মুখ্য গবেষক?


এর পাশাপাশি পড়াশোনাও একটি গুরুত্বপূর্ণ দিক বলে জানাচ্ছেন অধ্যাপক জন জেরিম। তিনি এই গবেষণার মুখ্য গবেষক। তার কথায়, কিশোরদের জন্য স্কুল স্তরের শিক্ষা অনেকটাই গুরুত্বপূর্ণ। যার অভাবে প্রযুকৃতি সম্পর্কে যথেষ্ট সচেতনতা তৈরি হচ্ছে না। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে পড়াশোনায় জোর দেওয়া উচিত। এমনটাই মনে করছেন জন জেরিম। 


ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের অধ্যাপক জেরিমের কথায়, বেশ কিছু দেশেই আর্থসামাজিকভাবে পিছিয়ে থাকা কিশোরদের সংখ্যা বেশি। মূলত সেই কিশোররাই এই পরিস্থিতির শিকার (Cyber Hacking)। কখনও তা প্রলোভনের ফাঁদে পড়ে‌ কখনও আবার নিজের অজান্তেই ঘটছে এমন ঘটনা।


আরও পড়ুন - Laziness Remedies: আলস্য কাটবে নিমেষে ! মাথায় রাখুন ৪ টিপস