হায়দরাবাদ: সদ্যপ্রয়াত প্রবাদপ্রতিম গায়ক এস পি বালাসুব্রহ্মণ্যমকে ভারতরত্ন দেওয়ার দাবি উঠল তাঁর রাজ্য থেকে। এ ব্যাপারে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে অনুরোধ করেছেন।
রেড্ডি লিখেছেন, সঙ্গীত ও শিল্প ক্ষেত্রে এসপিবির অসামান্য অবদানের জন্য তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দেওয়ার অনুরোধ করছি। লতা মঙ্গেশকর, ভূপেন হাজারিকা, এমএস শুভলক্ষ্মী, বিসমিল্লা খান ও ভীমসেন যোশীর মত গায়কগায়িকারা এই সম্মানে ভূষিত হয়েছেন। এসপিবির পাঁচ দশকের বেশি ব্যাপ্ত সঙ্গীতজীবনকে স্বীকৃতি দেওয়ার এটাই শ্রেষ্ঠ উপায়, এভাবে তিনি থেকে যাবেন আমাদের স্মৃতিতে। বিভিন্ন ভাষায় ৪০,০০০-এর বেশি গান গেয়েছেন তিনি, ৬ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। তেলুগু ছবিতে তাঁর অবদানের জন্য পেয়েছেন অন্ধ্র প্রদেশের নন্দী পুরস্কার, কর্নাটক ও তামিলনাড়ুর অসংখ্য সরকারি পুরস্কার পেয়েছেন। ২০০১-এ তিনি পদ্মশ্রী পেয়েছেন, ২০১১-য় পেয়েছেন পদ্ম ভূষণ পুরস্কার।
রেড্ডি আরও লিখেছেন, অন্ধ্রের নেল্লোরে বালাসুব্রহ্মণ্যম জন্ম নিয়েছিলে, তাই আমরা গর্বিত। তাঁর অকালপ্রয়াণ শুধু দেশজোড়া তাঁর অগণিত অনুরাগী ও তারকাদের কাছে শোকের খবর নয়, আন্তর্জাতিক সঙ্গীত জগতের পক্ষেও বড় আঘাত। যেভাবে সারা বিশ্ব থেকে তাঁর জন্য শোকবার্তা আসছে তাতে বোঝা যায়, তাঁর কতটা প্রভাব ছিল।
এর আগে রবিবার অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টি নেতা এন চন্দ্রবাবু নাইডু প্রয়াত গায়কের প্রতি শ্রদ্ধানিবেদনের জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেন।
দক্ষিণ অন্ধ্রের নেল্লোরে জন্মেছিলেন এস পি বালাসুব্রহ্মণ্যম। গত শুক্রবার ৭৪ বছর বয়সে চেন্নাইয়ের হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
সদ্যপ্রয়াত বালাসুব্রহ্মণ্যমকে ভারতরত্ন দেওয়া হোক, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Sep 2020 11:48 AM (IST)
এর আগে রবিবার অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তেলুগু দেশম পার্টি নেতা এন চন্দ্রবাবু নাইডু প্রয়াত গায়কের প্রতি শ্রদ্ধানিবেদনের জন্য রাজ্য সরকারকে অনুরোধ করেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -