নয়াদিল্লি: সব ছাত্রছাত্রীই চায়, দেশের সেরা প্রতিষ্ঠানে পড়াশোনা করে শাঁসালো চাকরিবাকরি করতে। যাতে জীবন স্বচ্ছন্দ্য, টেনশন ফ্রি হয়, বাবা মায়ের মুখে হাসি ফোটে। কিন্তু এই ইঁদুর দৌড়ে সবাই নিজেদের নাম লেখান না। তাঁদের কাছে জীবনের মানে অন্যরকম, অন্যভাবে বাঁচতে চান তাঁরা।

শুভম সিনহা যেমন। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির এই বিটেক ছাত্র পড়াশোনা করেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। ভারতীয় সেনা পরিচালিত ইউপিএসসি সিডিএস ২ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং এসএসসি টেকনিক্যাল পরীক্ষায় গোটা দেশে চতুর্থ হয়েছেন তিনি। শুধু তাই নয়, ইন্ডিয়ান নাভাল অ্যাকাডেমির পরীক্ষায় গোটা দেশে তাঁর স্থান ১৯তম, আর ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমির পরীক্ষায় গোটা দেশে তিনি রয়েছেন ৪৮তম স্থানে।

শুভম পটনার ছেলে। তিনি জানিয়েছেন, লাভলি বিশ্ববিদ্যালয় যেভাবে তাঁকে পড়াশোনায় সাহায্য করেছে তাতে তিনি কৃতজ্ঞ। ভারতীয় সেনায় যোগ দেওয়া তাঁর গোটা জীবনের স্বপ্ন ছিল, তা সফল করতে ঈশ্বরের সাহায্য পেয়েছেন তিনি। ছোটবেলা থেকে এনসিসি করছেন শুভম, এবার পরীক্ষার ফলের ভিত্তিতে তিনি ভারতীয় সেনায় লেফটেন্যান্ট পদে যোগ দিতে চান। সেনার ইসিই টেকনিক্যাল উইংয়ে কাজ করতে আগ্রহী তিনি। যদিও মূল লক্ষ্য, স্পেশাল ফোর্সে যোগ দেওয়া।

লাভলি বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শুভমের এই কৃতিত্বে তারা গর্বিত। তারা প্রযুক্তি সংক্রান্ত শিক্ষায় সব থেকে বেশি জোর দেয়, শুভম তাঁর শিক্ষা এ ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন।