পাটনা: ফের পণের দাবিতে মহিলার উপর অত্যাচার। কেন পণ দেওয়া হচ্ছে না সেই অপরাধে বিহারে পুড়িয়ে মারা হল মহিলাকে। ঘটনা বিহারের গোপলগঞ্জের। মৃত ওই মহিলা ভোজপুরি অভিনেতা নগেন্দ্র উজালার ভাইঝি। ইতিমধ্যে থানায় অভিযোগ দায়র করা হয়েছে। ওই মহিলার শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।


অভিযোগ অনুযায়ী, শ্বশুর বাড়ির পরিবারের সদস্যরাই তাঁকে পুড়িয়ে মারে। শুধু তাই নয়, প্রমাণ লোপাট করতে সৎকারও করা হয় দেহ। মেয়ের মৃত্যুর পর থানায় অভিযোগ দায়ের করেন মৃত ওই তরুণীর মা। তরুণীর স্বামী, শ্বশুর, শাশুড়ি সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

নগেন্দ্র উজালার ভাইঝি জুহি কুশওয়াহার সঙ্গে গত বছর ২৭ নভেম্বর কমল অভিষেক কুশওয়াহার বিয়ে হয়। অভিযোগ বিয়ের পর থেকেই পণের দাবিতে জুহির উপর অত্যাচার করা হত। জানা গিয়েছে, ২ লক্ষ টাকা পণের দাবি করে শ্বশুড় বাড়ির পরিবারের সদস্যরা। তা দিতে রাজি না হওয়ায় জুটত মার।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কীভাবে এই নৃশংস ঘটনা ঘটল তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়েছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে পণের জন্য তরুণীর মৃত্য়ু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজের কালো দিক। যেখানে সারা বিশ্ব এগিয়ে চলেছে সেখানে পণের জন্য তরুণী খুনে উঠছে একাধিক প্রশ্ন।

এর আগে একই ঘটনার সাক্ষী থেকেছে বক্সার। পণের দাবিতে পিটিয়ে খুন করা হয় নববধূকে। ঘর থেকে উদ্ধার করা হয় দেহ। মুখ সহ দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়। দুটি ঘটনায় ঘটেছে বিয়ের দুমাসের মধ্যে।