Bengal Weather Update: শীতে কাঁপছে রাজ্য, ১৬ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2021 09:28 AM (IST)
weather Update in Bengal: উত্তর ও দক্ষিণবঙ্গের ১৪টি জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
NEXT
PREV
কলকাতা: রাজ্যের ১৬টি জেলায় আজও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।
রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। এবারের ফেব্রুয়ারি গত ১০ বছরে শীতলতম। গতকালই ছিল মরসুমের দ্বিতীয় শীতলতম দিন। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২-র ৩ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। উত্তর ও দক্ষিণবঙ্গের ১৪টি জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, গোটা রাজ্যই এখন আগামী কদিন শীতে কাঁপবে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে বুধবার থেকে।
বর্ষার পর কিছুটা আবহাওয়া শুকনো হতে ডিসেম্বর থেকেই সাধারণত শীত পড়ে এ দেশে। উত্তরে তাপমাত্রা কমে, তবে দক্ষিণ থাকে উষ্ণ, আরামদায়ক। পূর্ব অর্থাৎ কলকাতা, ত্রিপুরায় তাপমাত্রা থাকে দারুণ আরামদায়ক, আবার মণিপুর, মিজোরামের মত উত্তর পূর্বাঞ্চলে শীতে কাঁপতে হয় হি হি করে। দক্ষিণ পশ্চিম উপকূলের গোয়ায় ডিসেম্বরে গড় তাপমাত্রা দিনের সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস, রাত হলে কমে দাঁড়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে বৃষ্টি হয় ১৫ মিলিমিটারের সামান্য বেশি, ফলে ডিসেম্বর মোটামুটি শুকনোই থাকে।
রাজধানী দিল্লিতে আবার তাপমাত্রা বেশ ঠান্ডা, দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, রাতে ৮ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে। এ মাসে বৃষ্টি হয় মোটামুটি ১০ মিলিমিটারের মত, ফলে বৃষ্টিতে ভেজার সুযোগ তেমন পান না দিল্লিবাসী। তবে বৃষ্টি না হলেও এ বছর শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের পাশের রাজ্যগুলিতে তুষারপাত চলছে।
কলকাতা: রাজ্যের ১৬টি জেলায় আজও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।
রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। এবারের ফেব্রুয়ারি গত ১০ বছরে শীতলতম। গতকালই ছিল মরসুমের দ্বিতীয় শীতলতম দিন। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২-র ৩ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। উত্তর ও দক্ষিণবঙ্গের ১৪টি জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, গোটা রাজ্যই এখন আগামী কদিন শীতে কাঁপবে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে বুধবার থেকে।
বর্ষার পর কিছুটা আবহাওয়া শুকনো হতে ডিসেম্বর থেকেই সাধারণত শীত পড়ে এ দেশে। উত্তরে তাপমাত্রা কমে, তবে দক্ষিণ থাকে উষ্ণ, আরামদায়ক। পূর্ব অর্থাৎ কলকাতা, ত্রিপুরায় তাপমাত্রা থাকে দারুণ আরামদায়ক, আবার মণিপুর, মিজোরামের মত উত্তর পূর্বাঞ্চলে শীতে কাঁপতে হয় হি হি করে। দক্ষিণ পশ্চিম উপকূলের গোয়ায় ডিসেম্বরে গড় তাপমাত্রা দিনের সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস, রাত হলে কমে দাঁড়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে বৃষ্টি হয় ১৫ মিলিমিটারের সামান্য বেশি, ফলে ডিসেম্বর মোটামুটি শুকনোই থাকে।
রাজধানী দিল্লিতে আবার তাপমাত্রা বেশ ঠান্ডা, দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, রাতে ৮ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে। এ মাসে বৃষ্টি হয় মোটামুটি ১০ মিলিমিটারের মত, ফলে বৃষ্টিতে ভেজার সুযোগ তেমন পান না দিল্লিবাসী। তবে বৃষ্টি না হলেও এ বছর শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের পাশের রাজ্যগুলিতে তুষারপাত চলছে।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -