বারাণসী: মানসিক রোগ এখনও এ দেশে বড় সমস্যা, বিশেষ করে গ্রামে। বেশিরভাগ মানুষ মানসিক রোগকে অসুখ বলে মানতেই চান না, ধরে নেন ভূত প্রেতে ভর করেছে। এমনই সব কুসংস্কার দূর করতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবার চালু করছে ভূত বিদ্যার ওপর সার্টিফিকেট কোর্স।


ভূত আছে না নেই? এ নিয়ে দ্বন্দ্ব বহু পুরনো। বহু বৈজ্ঞানিকের দাবি, আছে। আবার অতিপ্রাকৃত বিষয় নিয়ে যাঁরা কাজকর্ম করেন, তাঁদেরও দাবি, ভূত আছে। কিন্তু বেশিরভাগ বিজ্ঞানী এই দাবি অস্বীকার করেছেন, তাঁদের বক্তব্য, ভূতপ্রেতের অস্তিত্বে বিশ্বাস কুসংস্কার ছাড়া কিছু নয়। তাই এবার বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ভূত চর্চার ওপর শুরু করছে সার্টিফিকেট কোর্স। অষ্টাঙ্গ আয়ুর্বেদ বিভাগে অন্তর্গত করা হবে ভূত বিদ্যাকে। আয়ুর্বেদ বিভাগের ফ্যাকাল্টি যামিনী ত্রিপাঠীর দাবি, ভূত বিদ্যার চর্চা আয়ুর্বেদেও আছে।

কোর্সে ছাত্র ভর্তি শুরু হচ্ছে এই জানুয়ারি থেকে। এর পাশাপাশি ছাত্রছাত্রীদের মানসিক রোগের চিকিৎসাও শেখানো হবে। পুরো কোর্স ৬ মাসের অর্থাৎ ১ বছরে চলবে ২টি ব্যাচ। প্রতিটি ব্যাচে থাকবেন ১০ জন করে পড়ুয়া। কোর্সের ফি ৫০,০০০ টাকা। যে কোনও শাখার ডাক্তারি গ্র্যাজুয়েট এতে ভর্তি হতে পারবেন। ভর্তি নেওয়া হবে মেধার ভিত্তিতে।

বিএইচইউ এই কোর্সের কথা ঘোষণার পর দেশ বিদেশে এ ব্যাপারে রীতিমত আলোচনা হচ্ছে। শিক্ষকশিক্ষিকাদের পাশাপাশি পড়ুয়ারাও বেশ উৎসাহিত ভূত বিদ্যা কোর্স নিয়ে।