মেলবোর্ন: চোট সারিয়ে মাঠে ফিরেই দুরন্ত ছন্দে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে প্রথম ওভারেই তিনি অস্ট্রেলিয়ার জো বার্নসকে ক্নিন বোল্ড করলেন। ৩০ বছরের বোল্টকে চোট সারিয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল। দুরন্ত ইনসুইঙ্গার উপড়ে দিল বার্নসের স্ট্যাম্প।
আইসিসি ওই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ওয়েলকাম ব্যাক, ট্রেন্ট বোল্ট।



ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পেশীতে চোট পেয়েছিলেন বোল্ট। ওই টেস্টের শেষ দিন একটি ওভার বল করেছিলেন এবং ডানদিকের পাঁজরে ব্যথা অনুভব করায় মাঠ ছাড়তে হয়েছিল তাঁকে।
বক্সিং ডে টেস্টে স্টিভ স্মিথ ও মারনাস লাবুশানের জোড়া শতরানে ভর করে অস্ট্রেলিয়া ভালো জায়গায় অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ছিল ৪ উইকেটে ২৫৭।