ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসি তাহলে হাসছেন জো বাইডেন? শেষ খবর, হোয়াইট হাউস দখল অভিযানে তাঁর প্রয়োজন আর একটি মাত্র রাজ্য। তবেই তিনি প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট তাঁর ঝুলিতে চলে আসবে। জর্জিয়া, পেনসিলভানিয়া, নেভাদা বা নর্থ ক্যারোলিনার মধ্যে যে কোনও একটি তাঁর দখল করা চাই। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া থেকে মাত্র একটি আসন দূরে রয়েছেন তিনি। ডেমোক্র্য়াট প্রার্থীর পক্ষে আশার খবর, যে জর্জিয়ায় ১৯৯২ সালের পর থেকে কোনও ডেমোক্র্যাট প্রার্থীই আজ পর্যন্ত জয়ী হননি, সেখানে তিনি পিছনে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। রিপাবলিক্যান ঘাঁটিতে শক্তির ভারসাম্যে বদল ঘটছে বলে অভিমত মার্কিন পর্যবেক্ষকদের। শুক্রবার সকালে সর্বশেষ গণনা সংক্রান্ত তথ্যে প্রকাশ, জর্জিয়ায় ট্রাম্পের চেয়ে ৯১৭ ভোটে এগিয়ে যান বাইডেন। ভোটের রাত থেকে ট্রাম্পের তুলনায় পিছিয়েই ছিলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। কিন্তু শুরু থেকে ট্রাম্পের যে কয়েক হাজার ভোটের লিড ছিল, তা ক্রমশ কমতে শুরু করে নির্বাচন কর্মীরা মেইল-ইন ব্যালট গোনা শুরু করতেই, তাতে বাইডেনের সমর্থনে পাল্লা ভারী হয়।
তবে এখনই জর্জিয়া বাইডেনের হয়ে গিয়েছে, বলার মতো সময় হয়নি। কেননা এখনও বিদেশ থেকে পাঠানো সামরিক জওয়ানদের ব্যালট পেপার সহ আরও ব্যালটপত্র গোনা বাকি। তাছাড়া ট্রাম্পের দাবি মতো ফের গণনা হতে পারে, আইনি চ্যালেঞ্জও জানাতে পারে রিপাবলিকান শিবির।