কলকাতা:  সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিলেন অমিতাভ বচ্চন। কোভিডজয়ী অভিনেতা চেক-আপের জন্য গিয়েছিলেন নানাবতী হাসপাতালে। সেখানকার চিকিৎসকদের কাছেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন বিগ বি। এরপর নানাবতীর চিকিৎসকরা ফোন করেন বেলভিউতে।


প্রবীণ অভিনেতার চিকিৎসা সম্পর্কে তাঁদের বিস্তারিত তথ্য দেওয়া হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়কে যে এনসেফ্যালোপ্যাথি নিয়ন্ত্রণের ওষুধ দেওয়া হচ্ছে তাও জানানো হয় নানাবতীর চিকিৎসকদের। খবর বেলভিউ হাসপাতাল সূত্রে।

বেলভিউ সূত্রে খবর, ক্রমশ সুস্থ হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।  ধীর গতিতে শারীরিক অবস্থার উন্নতি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ওষুধের কোর্স সম্পূর্ণ হয়েছে। এনসেফ্যালোপ্যাথি নিয়ন্ত্রণের ওষুধ আরও দু’ দিন দেওয়া হবে। শুধুমাত্র রাতে অক্সিজেন মাত্রা স্বাভাবিক রাখতে বাইপ্যাপ ব্যবহার করা হচ্ছে। দিনের বেলা ব্যবহার করা হচ্ছে ন্যাজাল ক্যানুলা। স্পিচ থেরাপিস্টের সাহায্য নেওয়ার ভাবনা। তার আগে নেওয়া হবে স্নায়ুরোগ বিশেষজ্ঞের পরামর্শ।ওষুধ দিয়ে বাকি সবকিছু স্বাভাবিক রাখা হয়েছে।