নয়া দিল্লি: ভারতীয় রেলের একাধিক পরিষেবায় এবার GST ছাড়ের সিদ্ধান্ত নিল অর্থমন্ত্রক। পাশাপাশি পড়ুয়াদের সুবিধার কথা ভেবে হস্টেল খরচ কমাতেও নেওয়া হল বড় সিদ্ধান্ত। 


শনিবার, নয়াদিল্লিতে GST কাউন্সিলের ৫৩তম বৈঠক করেন নির্মলা সীতারমণ। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, যাত্রীস্বার্থে রেলের বেশ কিছু পরিষেবায় কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


কাউন্সিলের প্রস্তাব অনুযায়ী, তালিকায় রয়েছে প্ল্যাটফর্ম টিকিট, ওয়েটিং রুম, রিটায়ারিং রুম থেকে ব্যাটারিচালিত গাড়ির পরিষেবা। পাশাপাশি, শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেল নিয়েও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


প্রস্তাবে বলা হয়েছে, যাঁরা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের হস্টেলে থাকেন বা ভবিষ্যতে থাকার কথা ভাববেন তাঁদের ক্ষেত্রে ধার্য করা হবে না পণ্য ও পরিষেবা কর। অন্যদিকে জালিয়াতি রুখতে GST কাউন্সিলের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। যদিও পেট্রোল-ডিজেলকে পণ্য ও পরিষেবা করের আওতায় বাইরে রাখা নিয়ে নেওয়া হয়নি কোনও সিদ্ধান্ত।


এছাড়াও পেট্রল এবং ডিজেলকে জিএসটি-র আওতায় আনার বিষয়ে কেন্দ্রের উদ্দেশ্য স্পষ্ট ছিল এবং এটি রাজ্যগুলির উপর ছেড়ে দিয়েছিল এবং জ্বালানির উপর জিএসটি হার নির্ধারণ করার জন্য। 


এছাড়াও GST কাউন্সিল সব দুধের ক্যানে ১২% হারের সুপারিশ করেছে। ট্যাক্স ডিমান্ড নোটিশের উপর জরিমানার সুদ মওকুফেরও সুপারিশ করা হয়েছে কাউন্সিলর বৈঠকে।  যেখানে কার্টন বক্স ও সোলার কুকারে ১২% জিএসটি দেওয়ার কথা বলা হয়েছে।


এছাড়াও কাগজ ও কাগজের বোর্ডের তৈরি কার্টনের উপর ১২ শতাংশ জিএসটি ধার্য করার সুপারিশ করা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, ব্যবসা বাড়াতে ও করদাতাদের স্বস্তি দিতে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


অর্থমন্ত্রী জানিয়েছেন, সব ধরনের জল ছেটানেরা মেশিনের ওপর ১২ শতাংশ জিএসটি নিয়ে আলোচনা হয়েছে। স্প্রিংকলারের উপর জিএসটি হ্রাস হিমাচল ও জম্মু ও কাশ্মীরের আপেল চাষীদের উপকার করবে বলে দাবি। 


পাশাপাশি সারা দেশে আধার-ভিত্তিক বায়োমেট্রিক সনাক্তকরণ নিশ্চিত করার ব্যবস্থাও করা হবে। এতে জাল ইনভয়েসের মাধ্যমে জাল ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়ার ঘটনা রোধ হবে।                                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে