বহরমপুর: কেরলে ঢুকে গিয়েছে বর্ষা। বানভাসি উত্তর-পূর্বের একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ নিয়ে টালমাটাল অবস্থা এখনও। কারণ একটানা তাপপ্রবাহের সঙ্গে যুঝে চলেছে রাজ্যের একাদিক জেলা। তবে প্রাক-বর্ষার বৃষ্টিতে স্বস্তি ফিরেছে কিছুটা। (Murshidabad Weather Updates) তবে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায়।


বর্ষা আসছে আসছে করেও বৃষ্টি থেকে এযাবৎ বঞ্চিত রয়েছে জেলা। মাঝে একটু আধটু বৃষ্টি হলেও, ঘূর্ণিঝড়ের দৌলতে সম্প্রতি ভেসেছে রাজ্যের একাধিক এলাকা। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির আশেপাশে।


আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার মুর্শিদাবাদ জেলায় ১৫ থেকে ২৫ কিলোমিটার গতিতে হাওয়া বইতে পারে। (Murshidabad Weather)  এদিন আকাশ আংশিক মেঘলা থাকবে মুর্শিদাবাদ জেলায়। আজ সকালে এবং বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


দফায় দফায় বৃষ্টি হতে পারে


আবহাওয়ার খামখেয়ালিপনা নিয়ে সতর্ক করছেন আবহবিদরা। (District Weather Updates) এবারে বর্ষা দীর্ঘায়িত হতে পারেও বলে আশঙ্কা করছেন তাঁরা, পাশাপাশি সময়ের আগে বর্ষার আগমন ঘটতে এবং তা দীর্ঘমেয়াদি হতে পারে বলেও পূর্বাভাস মিলেছে। 


রবিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা আরও কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৭৩ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৮৪ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 


একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 


সর্বোচ্চ তাপমাত্রা- ৩৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৯ ডিগ্রি সেলসিয়াস


বাতাসের আপেক্ষিক আর্দ্রতা- ৮৪ শতাংশ


সামগ্রিক আবহাওয়া- আজ দফায় দফায় বৃষ্টি


সূর্যোদয়- সকাল ৪টে বেজে ৫০ মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৬টা বেজে ২৮ মিনিট


আরও পড়ুন: WB By Election 2024:'ভোট লুঠ করতে এলে..', বাগদায় কাদের হুঁশিয়ারি BJP-র জেলা সভাপতির ?


রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।


তবে ইদানীং কালে তাপমাত্রার যে পরিবর্তন চোখে পড়ছে, তা আগে কখনও দেখা যায়নি বলে মত আবহবিদদের। এবছর শীতের মেয়াদ যেমন দীর্ঘায়িত হয়, তেমনই মাঝ চৈত্রেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করে হু হু করে। এ বছর বর্ষার আগমনও সময়ের আগে ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন আবহবিদরা। কিন্তু তীব্র তাপপ্রবাহের জেরে তা ঘটেনি। আবহাওয়ার এই খামখেয়ালিপনার জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন তাঁরা। ইতিমধ্যেই সেই নিয়ে আশঙ্কাবার্তা শুনিয়েছেন বিজ্ঞানীরা।