এক্সিট পোল আর বাস্তব ফলাফলে আকাশ পাতাল ফারাকও হতে পারে, আবার হুবহু মিলেও যেতে পারে। কিন্তু প্রায় বেশির ভাগ এক্সিট পোলেই এগিয়ে রাখা হয়েছিল NDA কে। দ্বিতীয় স্থানে মহাগঠবন্ধন। কিন্তু বাস্তবে ফল কোন দিকে যাবে? কী হবে বিহার ভোটের ফল? সকাল থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ২০২০-র ভোটে JDU-এর থেকে বেশি আসন জিতেছিল BJP, এবার কী নীতীশ 'বড় ভাই'?
সকাল ৯ টার ট্রেন্ড বলছে,
NDA - 138
মহাজোট ৭২ অন্যান্য ৫
দল অনুসারে বিজেপি ৬৮
জেডিইউ ৬৩
আরজেডি ৬৬
কংগ্রেস ৪
গুরুত্বপূর্ণ আসন অনুসারে ,
গণনায় লখিসরাই কেন্দ্রে এগিয়ে বিজয়কুমার সিন্হা। রাঘোপুর কেন্দ্রে এগিয়ে তেজস্বী যাদব। মহুয়া কেন্দ্রে পিছিয়ে তেজপ্রতাপ যাদব । আলিনগরে এগিয়ে NDA প্রার্থী মৈথিলী ঠাকুর। গয়া কেন্দ্রে এগিয়ে বিজেপির প্রেম কুমার । তারাপুর কেন্দ্রে পিছিয়ে NDA প্রার্থী সম্রাট চৌধরী। মোকামায় আড়াই হাজারের বেশি ভোটে এগিয়ে JDU প্রার্থী বাহুবলী অনন্ত সিংহ। পাটনা সাহিবে এগিয়ে কংগ্রেস প্রার্থী শশাঙ্ক শেখর।
SIR-এর পর প্রথম বিধানসভা নির্বাচন হল বিহারে। কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে কে বসতে চলেছেন কুর্সিতে। ২৪৩টি বিধানসভা আসন বিশিষ্ট বিহারে, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। ২০২০ সালের বিধানসভা ভোটে RJD পেয়েছিল ৭৫টি আসন। কংগ্রেস পেয়েছিল ১৯টি আসন।বিজেপি ৭৪টি এবং JDU ৪৩টি আসনে জিতেছিল। প্রায় সবকটি বুথফেরত সমীক্ষাতেই মহাজোটের তুলনায় তুলনায় এনডিএ-কে এগিয়ে রাখা হয়েছে।
পুনর্নির্বাচন ছাড়াই এবার বিহার ভোটের গণনা হচ্ছে। ২০০৫ সালে হিংসা-কারচুপির জন্য বিহারের ৬৬০টি বুথে পুনর্নির্বাচন হয়েছিল। ১৯৯৫ সালে হিংসা-কারচুপির জন্য ৪বার বিহারে ভোট স্থগিত করা হয়।
গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা
৩৮টি জেলার ৪৬টি গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ২৪৩ জন রিটার্নিং অফিসার, প্রার্থী বা তাদের এজেন্টদের উপস্থিতিতে গণনা চলবে। মোট ৪ হাজার ৩৭২টি গণনা টেবিল থাকছে। আজ সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে, সকাল ৮ টা ৩০ মিনিটে ইভিএম-এ গণনা শুরু হবে। গণনা প্রক্রিয়ায় সামিল ১৮ হাজারের বেশি কাউন্টিং এজেন্ট।