পটনা: লোক জনশক্তি পার্টি ও জনতা দল ইউনাইটেডকে নিয়ে আজব সঙ্কটে বিজেপি। দুই দলই তাদের জোট শরিক কিন্তু রাজ্যে এলজেপি-জেডিইউয়ের মুখ দেখাদেখি নেই। এই পরিস্থিতিতে এলজেপি যাতে বিধানসভা ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহার না করে সে ব্যাপারে এনডিএর বড় শরিক বিজেপি নির্দেশ দিল। এলজেপির সভাপতি চিরাগ পাসওয়ান বিহারের মুখ্যমন্ত্রী ও আর এক জোট শরিক জেডিইউয়ের প্রধান নীতীশ কুমারের বিরুদ্ধে পরপর মন্তব্য করছেন, এই পরিস্থিতিতে জেডিইউয়ের পাশে থাকতে বিজেপির এলজেপিকে এই নির্দেশ।

এলজেপির বিজেপির সঙ্গে চলতে আপত্তি নেই, তারা বারবার জানাচ্ছে, তারা বিজেপির সঙ্গে। কিন্তু রাজ্যে জেডিইউয়ের নেতৃত্ব মানতে তারা প্রস্তুত নয়, চিরাগ পাসওয়ান প্রকাশ্যেই জনতার কাছে আবেদন করেছেন, তাঁরা যেন একটিও ভোট না দেন নীতীশের জেডিইউকে। এ নিয়ে নীতীশ বিজেপির কাছে নালিশও করেছেন। বিজেপির চাপে এলজেপি বিহারে এনডিএ ছেড়ে একা চলার সিদ্ধান্ত নিয়েছে, যদিও জানিয়েছে, তারা নরেন্দ্র মোদির সঙ্গে আছে। কিন্তু তারা যেন ভোট প্রচারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করে সে ব্যাপারে চাপ দিচ্ছে বিজেপি। এ নিয়ে বিজেপি সম্ভবত নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হবে। বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, বিহারে এলজেপি এনডিএ জোটে নেই, তাই তারা যাতে প্রচারে প্রধানমন্ত্রীর ছবি বা নাম ব্যবহার না করে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা ভাবছেন তাঁরা।

বিজেপি পরিষ্কার করে দিয়েছে, নীতীশের নেতৃত্বেই এনডিএ বিহারে বিধানসভা ভোট লড়বে। জোট রাজনীতির নিয়ম মেনে দল দেখবে ভোটের সময় জেডিইউ যেন কোনও অস্বস্তির মুখে না পড়ে।

এলজেপি যেভাবে প্রকাশ্যে জেডিইউয়ের বিরোধিতা করছে,তাতে বিজেপির অন্দরে ঘোরতর অসন্তোষ রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহ নিজে বিহার ভোটে জোটের নেতা হিসেবে নীতীশের নাম ঘোষণা করেন, তারপরেও কী করে এলজেপি বিদ্রোহ করল, তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। দলের একাংশ দাবি করেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হোক চিরাগের বাবা ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসওয়ানকে।

কিন্তু এলজেপির বক্তব্য, তাদের সঙ্গে জেডিইউয়ের আদর্শগত তফাত রয়েছে। তাই বিধানসভা ভোটে একাই লড়বে তারা। যদিও বিজেপির সঙ্গে কেন্দ্রে ও রাজ্যে তাদের জোট অটুট রয়েছে, তারা এনডিএতেই থাকতে চায়।

বিহারে ভোট হবে ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর। ১০ তারিখ ফল ঘোষণা।