পটনা: একবারে 'উলটপুরাণ' ! পেগাসাসকাণ্ডে তদন্ত চাইল বিজেপির সহযোগী দল জেডিইউ। নিজেই এই তদন্তের জন্য 'ব্যাট ধরলেন' দলের সুপ্রিমো তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। যা স্বাভাবিকভাবেই হতবাক করেছে গেরুয়া শিবিরকে।


এ প্রসঙ্গে জেডিইউ চিফ বলেন, ''এনিয়ে একটা তদন্ত হওয়া উচিত। টেলিফোনে আড়ি পাতা নিয়ে অনেকদিন ধরেই কথা উঠছে। এনিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। বিরোধীরা এই নিয়ে বার বার আলোচনার কথা বলছেন।'' সোমবার 'পেগাসাস কাণ্ড' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।


যার উত্তরে নীতীশ কুমার বলেন, ''আমরা বলতে পারব না, কোন কৌশলে সবকিছুর পরিবর্তন ঘটেছে ? এই বিষয়ে সবদিক খতিয়ে দেখে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। এটাই আমি মনে করি।'' এই বলেই অবশ্য থেমে থাকেননি বিহার রাজনীতির অন্যতম কাণ্ডারি। নীতীশ বলেন, ''কী হয়েছে-কী না হয়েছে এই নিয়ে সংসদে অনেক দিন ধরেই কথা উঠছে। এই বিষয়গুলো সংবাদপত্রেও আসছে। আমি এইসব দেখেই তদন্তের কথা বলছি।''


দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, মার্কিন দুই সংবাদপত্র্রের রিপোর্টের জেরে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর রাজনীতি। সম্প্রতি আমেরিকার দুই সংবাদপত্র 'দ্য গার্ডিয়ান' ও 'ওয়াশিংটন পোস্ট' দাবি করে, পেগাসাস নামের একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে দেশের পরিচিত তথা গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্বদের ওপর নজরদারি চালাচ্ছে বিশ্বের বহু দেশের সরকার। এই তালিকায় নাম রয়েছে ভারতেরও। ইজরায়েলি নজরদারি কোম্পানি 'এনএসও' এই সফটওয়্যারটি বিক্রি করেছে।


এদিকে বৃহস্পতিবার পেগাসাস মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। ইজরায়েলি স্পাইওয়্যারের মাধ্যমে রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক থেকে শুরু করে বিচারপতি ও বিশিষ্টজনদের ফোন হ্যাকিংয়ের অভিযোগ উঠেছে নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। এমনকী পেগাসাস থেকে সেনাও রেহাই পায়নি বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ ব্রায়েন। এই নিয়ে একাধিক আবেদন জমা পড়েছে সর্বোচ্চ আদালতে। তার প্রেক্ষিতে ৫ অগাস্ট প্রধান বিচারপতি এনভি রামান্না ও বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে পেগাসাস মামলার শুনানি হবে।