পটনা: বিহার যখন বিধানসভা নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করছে, তখন এনডিএ শিবিরের ভেতরে ইতিমধ্যেই উদযাপন শুরু হয়ে গেছে। এখনও পর্যন্ত সব এক্সিট পোলের সমীক্ষা অনুযায়ী, এগিয়ে আছে ক্ষমতাসীন জোট এনডিএ। সেই জয়ের পূর্বাভাস পেয়েই ভোটের ফল বেরনোর আগেই উচ্ছ্বসিত এনডিএ।                                                    

Continues below advertisement

পটনায় লাড্ডু বিলি এবং একটি বিশাল ভোজের প্রস্তুতি চলছে। বিজেপির রাজ্য নির্বাহী কমিটির সদস্য কৃষ্ণ সিং কাল্লু ৫০০ কেজি লাড্ডুর অর্ডার দিয়েছেন। যে বিশাল রান্নার পাত্রে তা তৈরি করা হচ্ছে তার সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি দিয়ে রাখা হয়েছে। 

এনডিএ কর্মী এও বলেছেন, যে খারাপ বদ নজর এড়াতে লেবু এবং লঙ্কা ঝুলিয়ে রেখেছেন। তবে ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত মিষ্টি তৈরি করতে কম চিনি ব্যবহার করা হচ্ছে এই মিষ্টি বানাতে, এমনটাই খবর। বিজেপির রাজ্য নির্বাহী কমিটির সদস্যর কথায়, 'এবারও, এনডিএ আবারও সরকার গঠন করবে"।  উৎসবের পরিবেশকে আরও মুখরিত করতে অনন্ত সিংয়ের পরিবারের সদস্যরা পটনায় ৫০ হাজার মানুষের জন্য একটি বিশাল ভোজের আয়োজনের পরিকল্পনা ঘোষণা করেছেন। তার স্ত্রী নীলম দেবীর বাসভবনে প্রস্তুতি চলছে, যেখানে শ্রমিকরা বিশাল সমাবেশের জন্য রসদ সংগ্রহে ব্যস্ত।

Continues below advertisement

এনডিটিভি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে এই অনুষ্ঠানের জন্য পাঁচ লক্ষ রসগোল্লা এবং গোলাপ জামুন প্রস্তুত করা হচ্ছে। পটনার উৎসবমুখর পরিবেশ জোটের এই বিশ্বাসকে প্রতিফলিত করে যে ফলাফল ঘোষণার পর তারা ক্ষমতায় ফিরে আসবে। কর্মীদের কাছেও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। আমন্ত্রণপত্রে লেখা আছে, "আপনার আগমন আমাদের জন্য সম্মানের হবে, আমরা আপনাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।"                                             

২০১৪ সালে প্রথমবার লোকসভা ভোটে জিতে আসার পর বিহারে মহাজোটের কাছে পরাস্ত হয়েছিল এনডিএ। গতবছর তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এনডিএ। এবার কি বিহারের কুর্সিও ধরে রাখবে তারা? নাকি নরেন্দ্র মোদি, নীতীশ কুমারের জুটির বিরুদ্ধে বাজিমাত করবে রাহুল গান্ধী, তেজস্বী যাদবের জুটি? সেটাই বোঝা যাবে আজই।