পটনা : লালু প্রসাদ যাদবের RJD-র উত্থানের পিছনে ছিল 'MY' অর্থাৎ (Muslim-Yadav) মুসলিম ও যাদব। যার উপর ভর করে বিহারের রাজনীতিতে তিন দশক ধরে শাসন করেছে আরজেডি। কাট টু, ফিরে আসা যাক ২০২৫-এ। এবারের সমীকরণ 'ME' (মহিলা ও EBC) বা মহিলা ও Economically Backward Classes (আর্থিকভাবে অনগ্রসর শ্রেণি)। নতুন এই সমীকরণে গুরুত্ব পেয়েছে- জনকল্যাণ, লিঙ্গ ও আশা-আকাঙ্খা। যা NDA-কে বিহারে বাজিমাত করতে সাহায্য করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Continues below advertisement

বিহারে এবার এনডিএ-র প্রচারে প্রাধান্য পেয়েছিল তিনটি ফ্যাক্টর। মহিলাদের ভোট ও তাঁদের প্রতি নীতীশের আবেদন, চিরাগ পাসোয়ান ও উপেন্দ্র কুশওয়াহার প্রত্যাবর্তনের ফলে জাতপাতের অঙ্ক আরও জোরদার হয় এবং তরুণরা, যাদের এনডিএ বারবার 'কাট্টা, দুনালি, রংদারি' (অনাচার)-র কথা মনে করিয়ে দিয়েছে যা পূর্ববর্তী আরজেডি শাসনামলে বিরাজমান ছিল। অন্যদিকে, বিরোধী শিবিরের মহাগঠবন্ধন মুসলিম ও যাদব ভোটব্যাঙ্কের বাইরে বেরোতে পারেনি বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাছাড়া তাদের প্রচার মূলত আবর্তিত হয়েছে 'ভোট চুরি' নিয়ে। যা ভোটারদের মনে সেঅর্থে রেখাপাত করতে পারেনি বলে অনেকের অনুমান। এমনকী অনেকের দাবি, এনডিএ-ও মুসলিম ও যাদব ভোটের অনেকটা টানতে সক্ষম হয়েছে।  

এবার এনডিএ-র জাতপাতের বড় তাস ছিল। বিজেপির ছিল উচ্চবর্ণের ভিত্তি, অন্যদিকে নীতীশ EBC সমর্থনকে একত্রিত করেছিলেন, যা সাম্প্রতিক নির্বাচনে এক্স ফ্যাক্টর হিসেবে আবির্ভূত হয়েছে। অন্যদিকে, রাষ্ট্রীয় লোক মোর্চার কুশওয়াহা, এলজেপির পাসোয়ান এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এস)-এর দলিত সমর্থন, সবটাই এনডিএ-র পক্ষে গেছে বলে মনে করা হচ্ছে।

Continues below advertisement

২০২০ সালের নির্বাচনে এনডিএ-র উত্থানের পিছনে EBC-গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়। যেখানে তারা খুব সামান্য ব্যবধানে সরকার গঠন করতে সক্ষম হয়েছিল। নীতীশ সরকারের প্রকাশিত কাস্ট সমীক্ষার তথ্য থেকে জানা গেছে যে ইবিসি-রা জনসংখ্যার ৩৬%। এনডিএ এবং নীতীশ, যিনি কুর্মি সম্প্রদায়ের (জনসংখ্যার প্রায় ৩%) সদস্য, ইবিসিদের লক্ষ্য করে কল্যাণমূলক পদক্ষেপের মাধ্যমে এই ভিত্তিকে সুসংহত করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, গত ৫ বছর ধরে মহিলা ভোট ব্যাঙ্কের সমীকরণ পাল্টেছে বলে মনে করছেন অনেকে। ২০১০ সাল থেকে ক্রমাগত বাড়ছে মহিলা ভোটের শতাংশ। ২০২৫ সালে, পুরুষদের থেকে মহিলা ভোটদাতার সংখ্যা ১০ শতাংশ বেশি। যাদের বড় অংশ নীতীশের পক্ষে গেছে বলে মত ওয়াকিবহাল মহলের।