বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ: কে বসছেন বিহারের কুর্সিতে? নীতীশ কুমার না তেজস্বী যাদব? কে হাসবেন শেষ হাসি? কোন সরকারের উপরই বা ভরসা রাখল মানুষ? আর কয়েক ঘণ্টা পরই জানা যাবে তার উত্তর।
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই বোঝা যাবে কে বসতে চলেছেন বিহারের কুর্সিতে। শেষ হাসি হাসবেন কে? ৭৪ বছরের নীতীশ কুমার? না ৩৬ বছরের তেজস্বী যাদব? দশমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার? নাকি প্রথমবারের জন্য শিকে ছিঁড়বে লালু-পুত্রের কপালে?
SIR-এর পর প্রথম বিধানসভা নির্বাচন হল বিহারে। ফলে এই ভোটের ফলের দিকে নজর রয়েছে সকলের। বিহারে ভোট হয়েছে দুই দফায়। দুই দফাতেই ভোটদানের হার ছিল বেনজির। কিন্তু বেশি ভোট পড়েছে কার পক্ষে?
ভোট টানতে প্রচার পর্বে সব দলের নেতাদের মুখেই প্রতিশ্রুতির ফুলঝুরি ছুটেছে। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব ক্ষমতায় এলে বিহারের প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে মহিলাদের এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। অন্যদিকে, নীতীশ কুমারের সরকার বিহারের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার পাশাপাশি ক্ষমতায় ফিরলে অন্য মহিলাদেরও একই অঙ্কের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
২৪৩টি বিধানসভা আসন বিশিষ্ট বিহারে, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। ২০২০ সালের বিধানসভা ভোটে RJD পেয়েছিল ৭৫টি আসন। কংগ্রেস পেয়েছিল ১৯টি আসন। বিজেপি ৭৪টি এবং JDU ৪৩টি আসনে জিতেছিল।
তবে তৃতীয় স্থানে থেকেও বিজেপির হাত ধরে মুখ্যমন্ত্রী হন জেডিইউ-র নীতীশ কুমার। এবার কী হবে?
এসআইআর-এর পর বিহারে প্রথম ভোটে জিতে কে ক্ষমতায় বসবে, তা নিয়েও নানা মুনির নানা মত। সিংহভাগ সমীক্ষক সংস্থার এগজিট পোলই দাবি করছে, ক্ষমতা ধরে রাখতে চলেছেন নীতীশ কুমার-বিজেপির জোট। Exit Poll-এও আভাস ১৪৫ থেকে ১৬৩টি আসন পেয়ে বড় জয় পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন NDA... রাহুল-তেজস্বীর মহাজোট পেতে পারে ৭৬ থেকে ৯৫টি আসন। অন্যান্য দল ৩ থেকে ৬টি আসনে জিততে পারে। শেষ অবধি বিহারে কী হবে, তা বোঝা যাবে ১৪ নভেম্বর অর্থাৎ শুক্রবার ভোট গণনার দিন।
২০১৪ সালে প্রথমবার লোকসভা ভোটে জিতে আসার পর বিহারে মহাজোটের কাছে পরাস্ত হয়েছিল এনডিএ। গতবছর তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে এনডিএ। এবার কি বিহারের কুর্সিও ধরে রাখবে তারা? নাকি নরেন্দ্র মোদি, নীতীশ কুমারের জুটির বিরুদ্ধে বাজিমাত করবে রাহুল গান্ধী, তেজস্বী যাদবের জুটি? সেটাই বোঝা যাবে আজই।