নয়াদিল্লি:  কীভাবে এতবড় জয় এল বিহারে ? স্ট্যাটেজি-প্ল্যানিং কী ছিল ? আজ প্রকাশ্যে আনলেন মোদি।  প্রধানমন্ত্রী বলেন, ' বিহারের আমজনতা, বিকশিত বিহারের জন্য ভোট দিয়েছেন। বিহারের বাসিন্দারা সমৃদ্ধির দিকে তাঁকিয়ে ভোটদান করেছেন। আমি  ভোটের প্রচারের সময় বিহারের বাসিন্দাদের থেকে রেকর্ড ভোটদানের জন্য অনুরোধ জানিয়েছিলাম।  আর বিহারের মানুষ যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। আমি বিহারবাসীকে এনডিএ-কে বড় জয় এনে দিতে অনুরোধ জানিয়েছিলাম। বিহারের মানুষ আমার অনুরোধ রেখেছে। বিহারে ২০১০ সালের পর সবথেকে বড় জনাদেশ,  এনডিএ-কে দিয়েছে। আমি বিহারবাসীকে তার জন্য কৃতজ্ঞতা জানাই।'

Continues below advertisement

আরও পড়ুন, BJP এবার বাংলা থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলবে, হুঙ্কার নরেন্দ্র মোদির

Continues below advertisement

'My Formula'-র সমীকরণ বদলে ব্যাখ্যা প্রধানমন্ত্রীর

এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রচলিত একটি কথা তোলেন প্রধানমন্ত্রী। বলেন, লোহা, লোহাকে কাটে। বিহারে কিছু দল, তুষ্টিকরণ করতে My Formula বানিয়েছিল। কিন্তু আজকের এই জয়,  একটা নতুন সমীকরণ এনে দিয়েছে। যেখানে MY-র অর্থ হল মহিলা এবং ইউথ্। আজ বিহার দেশের সেই রাজ্যগুলির মধ্যে একটা, যেখানে সবথেকে বেশি যুব সাধারণের সংখ্যা রয়েছে। যেখানে সকল ধর্ম নির্বিশেষে যুব সাধারণ রয়েছে। ওদের ইচ্ছে, ওদের স্বপ্নই জঙ্গলরাজের পুরনো সাম্প্রদায়িক MY Formula ফর্মুলাকে স্বমূলে উপড়ে দিয়েছে।' 

অভাবনীয় ডাবল সেঞ্চুরির সাক্ষী থাকল বিহার!

একজনের বয়স ৭৪। একজনের ৭৫। এই দুই সত্তরোর্ধ্বর পার্টনারশিপেই এবার অভাবনীয় ডাবল সেঞ্চুরির সাক্ষী থাকল বিহার! একজন নরেন্দ্র মোদি, আরেকজন নীতীশ কুমার। শুধু ডাবল সেঞ্চুরিই নয়। বিহারে NDA-র স্ট্রাইক রেটও চোখে পড়ার মতো! বিজেপি ১০১টি আসনে লড়ে ৯০টিতে জিতেছে। JDU ১০১টি আসনে লড়ে ৮৪টিতে জিতেছে।সবাইকে চমকে দিয়ে চিরাগ পাসোয়ানের LJP ২৮টি আসনে লড়ে ১৯টিতে জিতেছে।

বিশেষজ্ঞদের মতে..

বিশেষজ্ঞদের মতে, এই অভাবনীয় ফল সম্ভব হয়েছে মসৃণ জোটের কারণে। নরেন্দ্র মোদি মাটি কামড়ে পড়ে থেকে বিহারে একের পর এক সভা করেছেন। তবে জনপ্রিয়তার কথা মাথায় রেখে, নীতীশ কুমারকে সব সময় সামনে এগিয়ে দিয়েছেন। প্রার্থী দেওয়া নিয়ে বিরোধী মহাজোটের টানাপোড়েন যখন বারবার সামনে এসেছে, তখন NDA একেবারে পরিকল্পনামাফিক এগিয়েছে। প্রধানমন্ত্রী সেই অক্টোবর মাসেই বিহারে প্রচারে গিয়ে বলে দিয়েছিলেন, ‘নীতীশ কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটে জয়ের নতুন নজির গড়বে NDA। শুক্রবার ফল প্রকাশের পর JDU দফতরের বাইরে উচ্ছ্বাসে ফেটে পড়েন নীতীশের সমর্থকরা।