দোহা: মাত্র ১৪ বছর ৩২ দিনে আইপিএলে শতরান হাঁকিয়ে শোরগোল ফেলে দিয়েছিল বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। তারপর থেকে তার ব্যাটিং দক্ষতা নিয়ে চারিদিকে চর্চা তুঙ্গে। চলতি রঞ্জি মরশুমে বিহারের হয়ে খেলে এখনও পর্যন্ত শতরান আসেনি, তবে ভারতীয় 'এ' দলের হয়ে বিধ্বংসী ব্যাটিংয়ে শতরান হাঁকিয়ে ফেলল টিনএজার।

Continues below advertisement

বৈভবকে ত্রিদেশীয় অনূর্ধ্ব ১৯ দলের বদলে কাতারে আয়োজিত রাইজ়িং স্টার এশিয়া কাপে (Asia Cup Rising Stars 2025) ভারতীয় 'এ' দলে সুযোগ দেওয়া হয়েছিল। জিতেশ শর্মার নেতৃত্বাধীন সেই ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মাঠে নেমেছে। ম্যাচে টস জিতে অধিনায়ক জিতেশ প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রিয়াংশ আর্যর সঙ্গে ওপেনিংয়ে নামে তরুণ বৈভব। প্রিয়াংশ রান পাননি। মাত্র ১০ রানে সাজঘরে ফেরেন। তবে বৈভব সুযোগ হাতছাড়া করেনি। সে যে ব্যাটিংটা করল, তাতে ফের একবার সকলেই বিস্মিত।

 

Continues below advertisement

স্বভাবচিত আগ্রাসী ভঙ্গিমাতেই এদিন ব্যাটিং করে বৈভব। তার ব্যাট থেকে চার, ছক্কা ফুলঝুরি দেখল দোহা। একেবারে বলে বলে চার, ছক্কা হাঁকানো যাকে বলে, বৈভব ঠিক সেটাই করল। মাত্র ১৭ বলে অর্ধশতরান হাঁকাল সে। তারপরেও তার ব্যাটিং বিক্রম থামেনি। আইপিএলে ৩৮ বলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছিল সে, এদিন তার শতরান এল মাত্র ৩২ বলে। কার্যত মেশিনের মতো একের পর এক বল বাউন্ডরি লাইনের বাইরে পাঠাচ্ছিল বৈভব। নিজের আগ্রাসী ব্যাটিং থামানোর কোনও লক্ষণ দেখা যাচ্ছিল না।

মহম্মদ ফরজ়উদ্দিনের বলে ইনিংসের ১৩ ওভারের দ্বিতীয় বলে লম্বা ছক্কা হাঁকায় বৈভব। এক অভূতপূর্ব ১৫০ রানের পথে অগ্রসর হচ্ছিল সে। তবে ছক্কা মারার ঠিক পরের বলেই দুর্ভাগ্যবশত আবারও একটি বড় শট মারতে গিয়ে আউট ১৪৪ রানে আউট হতে হয় তাকে। ডিপ এক্সট্রা কভারে ধরা দেয় তরুণ বাঁ-হাতি ব্যাটার। বৈভবের ১৪৪ রানের ইনিংস আসে মাত্র ৪২ বলে। এই ৪২ বলের মধ্যে সে ১১টি চার এবং ১৫টিতে ছক্কা হাঁকায়। অর্থাৎ ৪২ বলের মধ্যে বৈভব ২৬টি বলই বাউন্ডারির বাইরে পাঠান। এই ইনিংস কিন্তু ফের একবার বৈভব যে অনন্য প্রতিভা তা প্রমাণ করে দিল।