নয়াদিল্লি: বিহারে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) ছেড়ে জেডি (ইউ) এর টিকিটে ভোটে লড়ে হারলেন লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপের শ্বশুর চন্দ্রিকা রাই। চন্দ্রিকা পোড়খাওয়া রাজনীতিক। তাঁর মেয়ে ঐশ্বর্য রাই বিয়ে করেছিলেন তেজপ্রতাপকে। কিন্তু সেই বিয়ে ভেঙে যায়। তারপরই আরজেডি ছাড়েন তিনি। এবার সেই চন্দ্রিকাকে পারসা বিধানসভা কেন্দ্রে হারিয়ে দিলেন আরজেডি প্রার্থী ছোটে লাল রাই।
কিন্তু পারসা বরাবর চন্দ্রিকার শক্ত ঘাঁটি বলেই পরিচিত ছিল। ১৯৮৫ সালে তিনি সেখানে কংগ্রেসের টিকিটে জেতেন। ১৯৯০, ১৯৯৫, ২০০০, ২০০৫ (ফেব্রুয়ারি), ২০১৫-য় আরজেডির টিকিটে সেখানে পুনর্নির্বাচিত হন তিনি।
অপরদিকে বিজয়ী ছোটেলাল এই কেন্দ্রে দুবার, ২০০৫ (অক্টোবর) , ২০১০-এ জেতেন জেডিইউয়ের টিকিটে। তেজপ্রতাপের বিয়ে ভেঙে যাওয়ার জেরে লালু যাদব ও চন্দ্রিকা রাই, দুই আরজেডি নেতার পারিবারিক সম্পর্কেও ভাঙন ধরে। চন্দ্রিকা দল ছেড়ে চলে যান জেডি (ইউ)তে। আবার ছোটে লাল শিবির বদলে চলে আসেন আরজেডি-তে।
নির্বাচন কমিশন প্রকাশিত তথ্যে প্রকাশ, চন্দ্রিকা ২০১৫-য় ৪২ হাজারের বেশি ভোটে পারসায় জেতেন। কিন্তু এবার তিনি ছোটেলালের কাছে ১৭২৯৩ ভোটে পরাস্ত হয়েছেন।
প্রসঙ্গত, চন্দ্রিকার বাবা দারোগা প্রসাদ রাই একসময় বিহারে মুখ্যমন্ত্রী ছিলেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
লালুর বড় ছেলে তেজপ্রতাপের প্রাক্তন শ্বশুর হারলেন আরজেডি প্রার্থীর কাছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Nov 2020 10:27 PM (IST)
পারসা বরাবর চন্দ্রিকার শক্ত ঘাঁটি বলেই পরিচিত ছিল। ১৯৮৫ সালে তিনি সেখানে কংগ্রেসের টিকিটে জেতেন। ১৯৯০, ১৯৯৫, ২০০০, ২০০৫ (ফেব্রুয়ারি), ২০১৫-য় আরজেডির টিকিটে সেখানে পুনর্নির্বাচিত হন তিনি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -