বিহারে ভোটের ফল পুরোপুরি বার হতে রাত হয়ে যাবে, জানাল নির্বাচন কমিশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Nov 2020 02:59 PM (IST)
এখনও পর্যন্ত বিহারে ১ কোটির বেশি ভোট গণনা হয়েছে, অর্থাৎ বিপুল সংখ্যক গণনা এখনও বাকি।
NEXT
PREV
পটনা: ৩৫ রাউন্ডের ভোট গণনা শেষে বিহার নির্বাচনের ফল পুরোপুরি প্রকাশ হতে গভীর রাত হতে পারে। বলল নির্বাচন কমিশন।
কমিশন বলেছে, আগে ভোট গণনা হল ৩৮টি কেন্দ্রে। এখন করোনা গাইডলাইন অনুয়ায়ী তা হচ্ছে ৫৫টি কেন্দ্রে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা চলবে ৩৫ রাউন্ড ধরে। ফলে ফল জানতে গভীর রাত হতে পারে। নির্বাচন কমিশন আরও বলেছে, কোনওরকম হোঁচট ছাড়াই এগোচ্ছে গণনা প্রক্রিয়া। এখনও পর্যন্ত বিহারে ১ কোটির বেশি ভোট গণনা হয়েছে, অর্থাৎ বিপুল সংখ্যক গণনা এখনও বাকি।
করোনার কড়াকড়ির জেরে এবার পোলিং বুথের সংখ্যা বেড়ে যায় ৬৩ শতাংশ। ৫৫টি কেন্দ্রে সব মিলিয়ে গণনা হবে ১.০৬ লক্ষ ইভিএম। করোনার জেরে পোলিং অফিসারের সংখ্যা কম, বুথ পিছু ১,০০০-১,৫০০। ফলে গণনা চলছে ধীর গতিতে।
পটনা: ৩৫ রাউন্ডের ভোট গণনা শেষে বিহার নির্বাচনের ফল পুরোপুরি প্রকাশ হতে গভীর রাত হতে পারে। বলল নির্বাচন কমিশন।
কমিশন বলেছে, আগে ভোট গণনা হল ৩৮টি কেন্দ্রে। এখন করোনা গাইডলাইন অনুয়ায়ী তা হচ্ছে ৫৫টি কেন্দ্রে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা চলবে ৩৫ রাউন্ড ধরে। ফলে ফল জানতে গভীর রাত হতে পারে। নির্বাচন কমিশন আরও বলেছে, কোনওরকম হোঁচট ছাড়াই এগোচ্ছে গণনা প্রক্রিয়া। এখনও পর্যন্ত বিহারে ১ কোটির বেশি ভোট গণনা হয়েছে, অর্থাৎ বিপুল সংখ্যক গণনা এখনও বাকি।
করোনার কড়াকড়ির জেরে এবার পোলিং বুথের সংখ্যা বেড়ে যায় ৬৩ শতাংশ। ৫৫টি কেন্দ্রে সব মিলিয়ে গণনা হবে ১.০৬ লক্ষ ইভিএম। করোনার জেরে পোলিং অফিসারের সংখ্যা কম, বুথ পিছু ১,০০০-১,৫০০। ফলে গণনা চলছে ধীর গতিতে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -