নন্দীগ্রাম: নন্দীগ্রাম দিবসে ‘অরাজনৈতিক’ সমাবেশ শুভেন্দু অধিকারীর। জানিয়ে রাখলেন, এই মঞ্চ থেকে তিনি কোনও রাজনীতি করবেন না। শুভেন্দু বলেন, ‘এই পবিত্র মঞ্চে কোনও রাজনীতি করব না।’


সকাল ১০টা নাগাদ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তেখালিতে সভা করেন পরিবহণমন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।


তৃণমূলের হেভিওয়েট নেতা মনে করিয়ে দেন, তিনি কোনওদিন তিনি এখানে নতুন কেউ নন। বলেন, ২০০৩ থেকে নন্দীগ্রামে আসছি। আমি এলাকায় নতুন লোক নই।


তিনি যোগ করেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসে লড়াই করেছি। এই আন্দোলন আমার নয়, আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত।’ বলেন, আমার চলার পথে কোথায় গর্ত আছে, এখানে বলব না।


শুভেন্দু জানান, তিনি কোনওদিনই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে ভোট চাননি। বলেন, এই কর্মসূচি কোনও নতুন নয়, ১৩ বছরের পুরনো কর্মসূচি। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে ভোট চাইনি।

শুভেন্দু আরও জানান, যাদের এখন নন্দীগ্রামের কথা মনে পড়ছে, তারা যেন ভোটের পর এই নন্দীগ্রামকে ভুলে না যান। বলেন, ‘নন্দীগ্রামের কথা মনে পড়েছে, দেখে ভাল লাগছে। ভোটের আগে এলেও, ভোটের পরেও এখানে আসতে হবে।’


এদিকে, নন্দীগ্রাম দিবস উপলক্ষ্যে আজ একই জায়গায় আলাদা সভা তৃণমূলের। যা নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর। শুভেন্দুর সভার প্রচারে রাস্তায় তৈরি হয়েছে তোরণ। সেখানে কোথাও তৃণমূলের উল্লেখ নেই। লেখা, শুভেন্দুর ডাকে নন্দীগ্রাম চলো।


বিকেলে তৃণমূলের ব্যানারে সভায় উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম সহ তৃণমূলের অন্য নেতা-মন্ত্রীরা।এই সভায় থাকবেন শুভেন্দুর বাবা তথা পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি শিশির অধিকারী।


নন্দীগ্রাম দিবস ঘিরে তৃণমূলের অন্দরে এই আড়াআড়ি বিভাজন নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।


উল্লেখযোগ্যভাবে, এদিন শুভেন্দু তাঁর বক্তব্য শেষ করেন "জয় বাংলা, ভারত মাতা জিন্দাবাদ" স্লোগান দিয়ে....