পটনা : এবারের মতো কাজে এল না বিভিন্ন রাজনৈতিক দলের ভোটে জয়লাভের ঘুটি সাজানোর অভিজ্ঞতা। বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ খাতা খুলতে পারল না ভোট কৌশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) দল জন সূরয পার্টি (Jan Suraaj Party)। বিহারের রাজনীতিতে তাঁর প্রবেশটা অনেকটা হয়েছিল দাবার ওস্তাদ খেলোয়াড়ের মতো। যার কাছে ছিল কৌশল, স্পষ্টতা, পরিসংখ্যান ও নকশা। কিন্তু, কাজে এল না সেইসব দক্ষতা। রাজনীতির ময়দানে অন্য দক্ষতারও প্রয়োজন পড়ে বলে মত বিশ্লেষকদের অনেকের। এতদিন পর্দার পিছনে থেকে ঘুটি সাজিয়েছেন তিনি, কিন্তু বাস্তবের জমি আরও কঠিন বেরলো তাঁর কাছে।
১৫০টি আসনে জিতবে তাঁর দল। এমনই দাবি করেছিলেন প্রশান্ত। পরে তিনি বলেছিলেন, "হয় আকাশছোয়া অথবা ধূলোতে মিশে যাবে" জন সূরয। ঘটনাচক্রে, তাঁর কথাই সত্যি হল। এবারের ভোটে কোনও ছাপ ফেলতে পারল না তাঁর দল। তবে, NDA-কে নিয়ে ভোটের আগে করা তাঁর মন্তব্য এখন রাজনৈতিক বিশ্লেষকদের স্ক্যানারে। তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড ২৫টির বেশি আসন পাবে না। এমনকী তিনি এও বলেছিলেন যে, তাঁর কথা মিথ্যা প্রমাণিত হলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। যদিও এক্ষেত্রে তিনি সত্যিই ভুল প্রমাণিত হয়েছেন। কারণ, সেই সংখ্যা পেরিয়ে গিয়েছে জেডিইউ। শেষ পাওয়া খবরে, ১৪৭টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে এনডিএ ১২৫টি আসনে ইতিমধ্যেই জয়লাভ করে ফেলেছে। যার অর্থ, ম্যাজিক ফিগারে পৌঁছে গেছে শাসক-শিবির। অন্যদিকে, মহাজোটের ঝুলিতে গেছে ১৭টি আসন এবং AIMIM জিতেছে ৫টি আসনে। ভোট গণনা এখনও চলছে। পৃথক হিসাব অনুযায়ী এখন পর্যন্ত যা খবর পাওযা যাচ্ছে তাতে, বিজেপি ৭৬টি আসনে জয়লাভ করেছে এবং ১৭টিতে এগিয়ে রয়েছে। জেডিইউ ৬০টি আসনে জয়ী হয়েছে এবং ২৫টি আসনে লিড করছে। LJP(RV) জিতেছে ১৪টিতে এবং এগিয়ে রয়েছে ৫টিতে, HAM(S) জিতেছে ৩টিতে এবং ২টিতে এগিয়েছে। এছাড়া এনডিএ শিবিরের RLM এখন পর্যন্ত পেয়েছে ২টি আসন এবং আরও ২টিতে এগিয়ে রয়েছে। অন্যদিকে, মহজোট শিবিরে RJD ১৭টি আসনে জয়ী হয়েছে এবং এগিয়ে ৮টিতে। কংগ্রেস জিতেছে ৩টিতে এবং ১টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া CPI(M) a CPI (ML) একটি করে আসনে জয়ী হয়েছে। Bihar Election Result 2025