পটনা: আস্থাভোটে জিতলেন নীতীশ কুমার। ডেপুটি স্পিকার মহেশ্বর হাজারি এনডিএ-র জয়ের ঘোষণা করেন। আস্থাভোটের আগে বিহার বিধানসভায় যখন 'হেড কাউন্ট' চলছে, তখনই ওয়াক আউট করেছিল আরজেডি-নেতৃত্বাধীন বিরোধী শিবির। ফলে ১২৯-০ ভোটে জেতে জেডি(ইউ)-নেতৃত্বাধীন এনডিএ। 


যা ঘটল...
বিরোধীদের অনুপস্থিতিতে প্রথমে ধ্বনিভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেন জেডি(ইউ) প্রধান। পরে ম্যানুয়াল ভোটিং হয়। গত মাসে 'মহাগঠবন্ধন' ছেড়ে বেরিয়ে এসে ফের বিজেপির হাত ধরেছিলেন জেডি(ইউ)। তার পরে এই আস্থাভোট। যদিও ভোটাভুটির আগে আরজেডি নেতা,  তেজস্বী যাদবের বার্তা ছিল, নরেন্দ্র মোদির বিজেপিকে বিহারে আটকে দেবেন তিনি। মুখ্যমন্ত্রিত্বের মেয়াদে যে ভাবে তিনি তিন তিন বার দল বদলেছেন, সেই নিয়েও কটাক্ষ হানতে শোনা যায় লালু প্রসাদ যাদবের ছোট ছেলেকে। তবে একই সঙ্গে নীতীশকে বলেন, 'আপনাকে পরিবারের সদস্য বলে মনে করি। দেশে নরেন্দ্র মোদিকে আটকাতে যে পতাকা আপনি তুলে নিয়েছিলেন, এবার বিহারে সেই পতাকা তুলে নেবে আপনার ভাইপো।' 
নীতীশ অবশ্য এদিনও প্রাক্তন জোটসঙ্গীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তেজস্বীর পাশাপাশি লালুপ্রসাদ ও রাবড়ি দেবীকেও একহাত নিতে শোনা যায় তাঁকে। বলেন, 'ওঁর মা-বাবাও বিহারের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলেন। কী হয়েছিল এরাজ্যের? সে সময় রাতের বেলা কেউ বেরোনোর সাহস পেতেন? কোনও রাস্তাঘাট ছিল?' জেডি(ইউ) প্রধানের দাবি, প্রাক্তন জোটসঙ্গী আরজেডি নেতারা তখন নিজেদের পকেট ভরতে ব্যস্ত ছিলেন। এতেই শেষ নয়। অভিযুক্ত আরজেডি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুরও আশ্বাস দিয়েছেন নীতীশ। তাঁর কথায়, 'ওঁদের ভরসা করেছিলাম। কিন্তু এই সব কীর্তির কথা শুনে দুঃখ হয়েছিল।'


I.N.D.I.A. জোট নিয়ে...
লোকসভা ভোটের আগে বিজেপি-বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনতে জেডি(ইউ) প্রধান যে উদ্যোগ নিয়েছিলেন, সে কথা অনেকেই মেনে নিয়েছেন। কিন্তু তার পর সেই বিজেপির হাতে হাত দেওয়ার সিদ্ধান্ত কী ভাবে? নীতীশ কুমারের বক্তব্য, সমস্ত দলগুলিকে একছাতার তলায় আনতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি, মুখ্যমন্ত্রী পদে শপথ নেন জেডি(ইউ) প্রধান। লোকসভা ভোটের কয়েক মাস আগে বিহার বিধানসভার বিন্যাস বদলের সম্ভাবনা আটকাতে মরিয়া চেষ্টা করেছিল 'ইন্ডিয়া' জোটের একাধিক শরিক দল। তবে আখেরে আটকানো যায়নি। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নেন ২ বিজেপি বিধায়ক। 'সব কিছু ঠিক চলছিল না', শপথগ্রহণের দিন কংগ্রেস-আরজেডি-কে নিশানা করে মন্তব্য করেন জেডি(ইউ) প্রধান।


আরও পড়ুন:ঝাঁসি থেকে মুম্বই, ৯ দিন ধরে সাইকেল চালিয়ে প্রিয় অভিনেতার কাছে অনুরাগী, জল খাওয়ালেন কার্তিক আরিয়ান