নয়াদিল্লি: স্বাস্থ্যকর্মীদের একমাসের বেতন বোনাস ঘোষণা করল বিহার সরকার। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের মতো করোনা যোদ্ধাদের সম্মান জানাতে এই সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার। গত এক বছরের বেশি সময় ধরে করোনার বিরুদ্ধে লড়াই করেছেন স্বাস্থ্যকর্মীরা। উল্লেখ্য, গত বছরও করোনাকালে স্বাস্থ্যকর্মীদের জন্য বোনাস দিয়েছিল বিহার সরকার।


এদিকে সারা দেশের পাশাপাশি বিহারেও ভয়াবহ আকার নিয়েছে করোনা। তাই প্রতি নৈশকালীন কার্ফু ঘোষণা করা হয়েছে। আজ, রবিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। রাত ৯টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নৈশকালীন কার্ফু। একইসঙ্গে করোনা রুখতে নতুন গাইডলাইন লাগু করেছে বিহার সরকার। আগামী ১৫ মে পর্যন্ত রাজ্যজুড়ে বন্ধ থাকবে সিনেমা হল, শপিং মল, ক্লাব, জিম, পার্ক।


পাশাপাশি ১৫ মে পর্যন্ত স্কুল, কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সরকারি স্কুল, কলেজও বন্ধ থাকবে ১৫ মে পর্যন্ত। নয়া নির্দেশিকায় রাজ্য সরকার জানিয়েছে, সবজি, ফল, ডিম, মাছ, মাংসের দোকান সন্ধে ৬টার মধ্যে বন্ধ করতে হবে। ধাবা এবং রেস্তোরাঁ থেকে হোম ডেলিভারি ব্যবস্থা চালু থাকবে রাত ৯টা পর্যন্ত। এক-তৃতীয়াংশ কর্মী নিয়ে সরকারি দফতরে কাজ চলবে। বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে অফিস।


১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে সব ধর্মীয় স্থানও। সৎকারে অংশ নিতে পারবেন ২৫ জন। বিয়েবাড়িতে সর্বোচ্চ লোক সংখ্যা ১০০ জন। এদিকে আজ, রবিবার বিহারে দৈনিক সংক্রমণের সংখ্যা ৮ হাজার ৬৯০ জন। শনিবার আক্রান্ত হয়েছিলেন ৭ হাজার ৮৭০ জন। মৃত্যু হয় ৩৪ জনের। শনিবার শুধু পাটনাতেই আক্রান্ত হন ১ হাজার ৮৯৮ জন।


এদিকে আগের সব নজির ভেঙে দেশে একদিনে করোনা সংক্রমণ ছাপিয়ে গেল আড়াই লক্ষ। দেশে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমিত হয়েছে ২ লক্ষ ৬১ হাজার ৫০০ জন। মৃত্যু হয়েছে ১৫০১ জনের। এই নিয়ে টানা চতুর্থদিন দেশে করোনা সংক্রমণ ২ লক্ষ পার করে গেল।