তিনি পৌঁছেছেন দিল্লি-হরিয়ানা সীমান্তের টিকরিতে। সত্যদেবও কৃষকদের সুরে সুর মিলিয়ে কৃষি আইন প্রত্য়াহারের দাবি করেছেন কেন্দ্রের কাছে।
কেন্দ্রের তিনটি বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে গত ২৬ নভেম্বর থেকে দিল্লির একাধিক সীমান্তে ধরনা-অবস্থানে বসেছেন কৃষকরা। সরকারের সঙ্গে এপর্যন্ত কয়েক দফা আলোচনা হলেও সমাধানসূত্র বেরয়নি। তার মধ্যেই মধ্যপ্রদেশের কৃষকদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাতজোড় করে তাঁদের বার্তা দিয়েছেন, তিনি আলোচনায় রাজি। পাশাপাশি এই আসন আচমকা আসেনি, স্বামীনাথন কমিটির সুপারিশের ভিত্তিতেই তৈরি হয়েছে বলে সওয়াল করেছেন তিনি।