পটনা: দেশ এগোচ্ছে। ধীরে ধীরে নগদ টাকা থেকে অনেকেই ঝুঁকেছেন ডিজিটাল লেনদেনের (Digital Transaction) দিকে। যে কোনও ছোটখাটো দোকান থেকে শপিং মল সর্বত্রই এখন QR কোড স্ক্যান (QR Code Scanner) করে দিব্য চলে কেনাবেচা। এবার এই বদলের পথে হাঁটলেন বিহারের এক ভিখারি (Bihar Beggar)। তিনিও পা বাড়িয়েছেন ডিজিটাল ইন্ডিয়ার দিকে।
ব্যাপারটা একটু বিস্তারিত জানা যাক। বিহারের এক ভিখারি। নাম রাজু। বয়স ৪০। তিনি ডিজিটাল পেমেন্টেও ভিক্ষা নিচ্ছেন। বিহারের বেটিয়া রেল স্টেশনে যাত্রীদের জন্য অপশন রেখেছেন তিনি। কেউ চাইলে তাঁকে নির্দিষ্ট QR কোড স্ক্যান করেও টাকা দিতে পারেন। সেই কারণে রাজু, নিজের গলায় ঝুলিয়েছেন একটি QR কোড লেখা প্ল্যাকার্ড। হাতে রয়েছে ডিজিটাল ট্যাবলেটও।
সংবাদ সংস্থা এএনআইতে রাজু বলেন, 'আমি ডিজিটাল পেমেন্ট নিই। এতেই আমার কাজও চলে যায় ও পেটও ভরে যায়। আমি এখানে ছোটবেলা থেকে ভিক্ষা করছি কিন্তু এই ডিজিটাল যুগে নিজের ধরন বদলেছি।'
রাজু আরও বলেন, 'ভিক্ষা শেষ হলে আমি স্টেশনেই ঘুমোই। জীবিকা নির্বাহের আর কোনও উপায় আমি পাইনি। অনেক সময়, অনেকেই কিছু দিতে চান না এই বলে যে তাঁদের কাছে খুচরো নেই। অনেক যাত্রী বলেন এই ই-ওয়ালেটের যুগে নগদ টাকা রাখার প্রয়োজন পড়ে না। সেই কারণে আমি নিজের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ই-ওয়ালেট খুলেছি।'
তবে রাজু এও জানান যে এখনও অনেকেই নগদেই ভিক্ষা দেন। যদিও কেউ কেউ ই-ওয়ালেটেও টাকা দেন। রাজুর কথায় তিনি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গেলে তাঁর থেকে আধার ও প্যান কার্ড চাওয়া হয়। সেই কারণে তিনি প্যান কার্ডও তৈরি করান। এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেই ই-ওয়ালেট তৈরি করান। আপাতত তিনি ডিজিটালি ভিক্ষা করেন।
রাজু নিজেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের একজন অনুসারী বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেইন' দ্বারা তিনি অনুপ্রাণিত। রাজু বলেন যে তিনি কখনওই প্রধানমন্ত্রীর 'মন কি বাত' রেডিও অনুষ্ঠান শুনতে ভোলেন না।
আরও পড়ুন: POWERGRID Jobs: পাওয়ারগ্রিড কর্পোরেশনে ১০৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য জানেন
যদিও ইন্টারনেটে অনেকে তাঁর বাস্তববাদী সিদ্ধান্তের প্রশংসা করেছেন। আবার অনেকেই দুঃখ প্রকাশ করেছেন যে ভারতে এখনও কত মানুষকে জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করতে হয়। এক নেটিজেন বলেছেন, 'এই ভিখারি স্মার্ট। আপনি ৫০টাকার বেশি লেনদেনে ক্যাশব্যাক পাবেন। সুতরাং, ডিজিটালে চলে যাওয়া ভাল লাভজনক কৌশল।'