নয়া দিল্লি: বিহারের বৈশালী জেলার হাজিপুরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ৮ জনের মৃত্যু। এদের মধ্যে অধিকাংশই শিশু। বেশ কয়েকজন আহত হন। গতকাল রাত ৯টা নাগাদ দেসরি থানা এলাকায় দুর্ঘটনা ঘটে। 


জানা যায়, স্থানীয় মন্দিরে পুজো চলছিল। সেই সময় আচমকাই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে পুণ্যার্থীদের পিষে দেয় বেপরোয়া ট্রাক। যার জেরে মুহূর্তে প্রাণহানির ঘটনা ঘটে। এমন মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের জন্য ২ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্যও কামনা করেন।                                  






এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেছেন যে তিনি দুর্ঘটনায় "গভীরভাবে দুঃখিত"। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।                                                                


আরও পড়ুন, মেয়ের মৃত্যু নিয়ে পুলিশি ‘নিষ্ক্রিয়তার’ প্রতিবাদ, থানায় বিক্ষোভ মা-বাবার


এই ঘটনা প্রসঙ্গে নীতীশ ডেপুটি তেজস্বী যাদবও দুঃখপ্রকাশ করেছেন। তিনি টুইটারে বলেছেন, "ঈশ্বর যেন মৃতদের আত্মার শান্তি দেন এবং তাদের পরিবারকে এই ক্ষতি সহ্য করার শক্তি দেন।"     


বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার বলেন, “বিয়ের সঙ্গে যুক্ত প্রথার অংশ হিসেবে শোভাযাত্রাটি বের করা হয়েছিল। কাছের সুলতানপুর গ্রামের এক বাসিন্দার বাড়িতে কয়েকদিনের মধ্যে একটি বিয়ের অনুষ্ঠান রয়েছে। পাশের রাস্তা দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল একটি ট্রাক। মাহনার-হাজিপুর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। আমরা আশঙ্কা করছি যে তিনিও মারা গিয়েছেন”।