নয়াদিল্লি : গত কয়েক সপ্তাহ ধরে পরপর একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি এসেছে। বোমাতঙ্ক ছড়ানো হয়েছে  অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের  বিমানেই।  হালেই  কলকাতা বিমানবন্দরে একাধিক  বিমানে বোমা আছে বলে আতঙ্ক ছড়ায়। যদিও সেগুলি সবকটিই ছিল ভুয়ো। এই আবহে এবার এল ট্রেনে বোমা হামলার হুমকি !   


ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।  দ্বারভাঙ্গা থেকে দিল্লি যাচ্ছিল বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনে বোমা আতঙ্ক। উত্তরপ্রদেশের গোন্ডায়  ট্রেনের মধ্যে বোমা থাকার খবর মেলে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।  নিরাপত্তা কর্মীরাও তটস্থ হয়ে পড়েন।  দিল্লির কন্ট্রোল রুম থেকে খবর পাওয়ার পর জিআরপি, আরপিএফ-সহ নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়। গোন্ডা জংশনে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। তারপর শুরু হয় তল্লাশি।  বম্ব ডিসপোজাল স্কোয়াড তন্ন করে করে খোঁজেন বোমা  । কিন্তু কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে রেল কর্তপক্ষ। বেশ কিছুক্ষণ পরে ফের রওনা দেয় ট্রেনটি। তারপরও সতর্ক রয়েছে রেল। কী উদ্দেশে এই আতঙ্ক ছড়ানো হল, খুঁজে বের করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।   


এর আগে জুলাই মাসে কলকাতামুখী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক ছড়ায়। দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে পড়ে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এস এইট কোচে ৬৪ নং সিটে রাখা ব্যাগ ঘিরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারপর ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে ট্রেনে তল্লাশি চালানো হয়। 


হালফিলেই 'ডানা' ল্যান্ডফলের দিনই  কলকাতা বিমানবন্দরে  বোমাতঙ্ক ছড়ায়।  কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে বলে হুমকি ফোন আসে। কলকাতা বিমানবন্দরে ৭টি বিমানের জরুরি অবতরণ করানো হয়। অক্টোবরে  ৪ দিন কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল।                 


গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন বিমানে বোমাতঙ্ক ছড়ায়। প্রতিটিই ছিল ভুয়ো। তারপর পুলিশ তদন্ত চালিয়ে বিমানে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুধু বিমান ওড়ানোর হুমকি নয়, অভিযোগ কয়েক জন মন্ত্রীকেও বোমা হামলার হুমকি-ইমেল পাঠানো হয়।  


 


আরও পড়ুন: Srijato on The Kapil Sharma Show: কপিল শর্মার শোয়ে রবীন্দ্রনাথের গানের অপমান! আইনি পথে হাঁটতে চান শ্রীজাত


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে