পটনা: বিহারে ফের নদীর খালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। এখনও পর্যন্ত হতাহতের খবর যদিও মেলেনি। কিন্তু সেতু ভেঙে পড়ার যে দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, তাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। গোটা ঘটনায় আতঙ্কিত স্থানীয় মানুষজনও। চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার বিহারে সেতু বিপর্যয় ঘটল। (Siwan Bridge Collapse)
শনিবার বিহারের সিওয়ান জেলায় এই সেতু বিপর্যয় ঘটেছে। দ্বারভাঙা জেলার রামগড় এলাকায়, গণ্ডক নদীর খালের উপর অবস্থিত ছিল সেতুটি। এদিন সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে মাঝ বরাবর ফাটলের দরুণ সেতুটিকে ঝুলে যেতে দেখা যায় প্রথমে। নীচের থামটি সেতুটির ভার নিতে না পেরে হেলে যায় একদিকে। এর পর সবসুদ্ধ ভেঙে পড়ে নদীর জলে। (Bihar Bridge Collapse)
দ্বারভাঙা পঞ্চায়েতের অন্তর্গত রামগড়কে মহারাজাগঞ্জ জেলার পতেদেহি বাজারের সঙ্গে সংযুক্ত করেছিল ওই সেতুটি। প্রতিদিন হাজার হাজার মানুষ ওই খাল পেরিয়ে একদিক থেকে অন্যদিকে যেতেন। সেই খাল এভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় ক্ষোভ এবং আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মনে। খাল উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৪০ বছর আগে নির্মাণ হলেও, সেটির কোনও রক্ষণাবেক্ষণ হতো না বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
শুধু তাই নয়, ইদানীং কালে খালে খোঁড়াখুঁড়ি হলে ধস নামতে শুরু করে, সেতুটির মূল থামটি ক্ষতিগ্রস্ত হয় বলেও অভিযোগ সামনে এসেছে। শেষ পর্যন্ত এদিন সেতুটি ভেঙে পড়ে বলে দাবি স্থানীয়দের। গোটা ঘটনায় প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সেতুটি ভেঙে পড়ায় জীবন-জীবিকার উপর প্রভাব পড়তে চলেছে বলে জানিয়েছেন তাঁরা। দু'দিকের যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় সেতু বিপর্যয় ঘটল বিহারে। কয়েক দিন আগেই আরারিয়া. বকরা নদীতে ভেঙে পড়ে একটি সেতু। কোটি কোটি টাকা খরচ করে সেতুটির নির্মাণ হয়েছিল অতি সম্প্রতিই। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সেটি নিশ্চিহ্ন হয়ে যায়। ১২ কোটি টাকা খরচ করে সেটির নির্মাণ এবং ধুমধাম করে উদ্বোধন হয়েছিল। সেতু বিপর্যয়ের সেই দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রশ্নের মুখে পড়ে প্রশাসন।