করোনা টিকার দাম সাধারণের নাগালের মধ্যে আনতে চান, সেরাম ইনস্টিটিউটে ১৫০ মিলিয়ন ডলার দিতে ইচ্ছুক বিল গেটস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Aug 2020 07:55 AM (IST)
সেরাম ইনস্টিটিউট অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে, তারা শুধু ভারতে নয়, উন্নয়নশীল দেশগুলিতেও করোনা টিকা উৎপাদন ও বিক্রি ৩ ডলারে সীমাবদ্ধ রাখবে।
NEXT
PREV
কলকাতা: করোনাভাইরাস দেখা দেওয়ার পর থেকেই তার ওষুধের পিছনে জলের মত টাকা ঢেলে চলেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। টেস্টিং কিটই হোক বা করোনা টিকা- সবরকম গবেষণার পিছনে তাঁর অর্থসাহায্য রয়েছে। আর এবার তিনি বলেছেন, করোনা টিকার দাম ডোজ পিছু ৩ ডলারে নামিয়ে আনতে ১৫০ মিলিয়ন ডলার খরচ করবেন তিনি।
গেটস জানিয়েছেন, তিনি এই টাকাটা ভারতের সেরাম ইনস্টিটিউটে দান করতে ইচ্ছুক যাতে তারা ১০ কোটি টিকা উৎপাদন করতে পারে, খরচ পড়ে ডোজ পিছু ৩ ডলার। এর ফলে গোটা বিশ্বের দরিদ্র দেশগুলি করোনা আক্রান্ত মানুষের প্রাণ সহজে বাঁচাতে পারবে। এ জন্য তাঁর মূল লক্ষ্য, দরিদ্র অথবা স্বল্প আয়যুক্ত সব দেশ। তাঁর বক্তব্য, ধনী দেশগুলি নিজেদের করোনা অতিমারীর মধ্যে বাঁচাতে সক্ষম হলেও গরিব দেশের জনতার পক্ষে এই ব্যাধি ভয়াবহ হতে পারে। তাই তাঁর লক্ষ্য হল করোনা প্রতিরোধে সবার আগে এগিয়ে থাকা অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভাক্স টিকা, সেগুলি উৎপাদনে অর্থসাহায্য করে খরচ সাধারণের সাধ্যের মধ্যে আনতে চান তিনি। সেরাম ইনস্টিটিউট অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে, তারা শুধু ভারতে নয়, উন্নয়নশীল দেশগুলিতেও করোনা টিকা উৎপাদন ও বিক্রি ৩ ডলারে সীমাবদ্ধ রাখবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার টিকা এ দেশে বিক্রি হবে কোভিশিল্ড নামে, এখন তার চূড়ান্ত পরীক্ষা চলছে।
এর আগে গেটস করোনা টিকা কেনা ও বিক্রি করার জন্য গাভি কোম্পানিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে জুন মাসে তিনি করোনা টিকা সর্বত্র বিলি করার জন্য ১.৬ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনা প্রতিরোধে তিনি প্রায় ৫০০ মিলিয়ন ডলার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
কলকাতা: করোনাভাইরাস দেখা দেওয়ার পর থেকেই তার ওষুধের পিছনে জলের মত টাকা ঢেলে চলেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। টেস্টিং কিটই হোক বা করোনা টিকা- সবরকম গবেষণার পিছনে তাঁর অর্থসাহায্য রয়েছে। আর এবার তিনি বলেছেন, করোনা টিকার দাম ডোজ পিছু ৩ ডলারে নামিয়ে আনতে ১৫০ মিলিয়ন ডলার খরচ করবেন তিনি।
গেটস জানিয়েছেন, তিনি এই টাকাটা ভারতের সেরাম ইনস্টিটিউটে দান করতে ইচ্ছুক যাতে তারা ১০ কোটি টিকা উৎপাদন করতে পারে, খরচ পড়ে ডোজ পিছু ৩ ডলার। এর ফলে গোটা বিশ্বের দরিদ্র দেশগুলি করোনা আক্রান্ত মানুষের প্রাণ সহজে বাঁচাতে পারবে। এ জন্য তাঁর মূল লক্ষ্য, দরিদ্র অথবা স্বল্প আয়যুক্ত সব দেশ। তাঁর বক্তব্য, ধনী দেশগুলি নিজেদের করোনা অতিমারীর মধ্যে বাঁচাতে সক্ষম হলেও গরিব দেশের জনতার পক্ষে এই ব্যাধি ভয়াবহ হতে পারে। তাই তাঁর লক্ষ্য হল করোনা প্রতিরোধে সবার আগে এগিয়ে থাকা অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভাক্স টিকা, সেগুলি উৎপাদনে অর্থসাহায্য করে খরচ সাধারণের সাধ্যের মধ্যে আনতে চান তিনি। সেরাম ইনস্টিটিউট অবশ্য ইতিমধ্যেই জানিয়েছে, তারা শুধু ভারতে নয়, উন্নয়নশীল দেশগুলিতেও করোনা টিকা উৎপাদন ও বিক্রি ৩ ডলারে সীমাবদ্ধ রাখবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়-অ্যাস্ট্রাজেনেকার টিকা এ দেশে বিক্রি হবে কোভিশিল্ড নামে, এখন তার চূড়ান্ত পরীক্ষা চলছে।
এর আগে গেটস করোনা টিকা কেনা ও বিক্রি করার জন্য গাভি কোম্পানিতে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। এর আগে জুন মাসে তিনি করোনা টিকা সর্বত্র বিলি করার জন্য ১.৬ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত করোনা প্রতিরোধে তিনি প্রায় ৫০০ মিলিয়ন ডলার অর্থ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -