এর আগে এআইএডিএমকে সাংসদ এ বিজয়কুমার ও বিজেডি সাংসদ প্রসন্ন আচার্য্যও দাবি করেছিলেন, আগের বছরের সাংসদ এলাকা উন্নয়ন তহবিলের টাকা রিলিজ করে দিক সরকার।
প্রসঙ্গত, সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হয় সোমবার, চলবে ১ অক্টোবর পর্যন্ত।
একাধিক এমপি সরকারের ২ বছরের জন্য এমপিল্যাড বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এই তহবিলের অর্থ স্থানীয় জনতার দাবিদাওয়া, চাহিদা পূরণে খরচ করা হয়, তা মার খাবে। রাজ্যসভার বিরোধী নেতা গুলাম নবি আজাদ বলেন, সাংসদদের একটা বড় অংশ বেতনের ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া সত্ত্বেও কম বেতন নিতে রাজি হওয়া প্রশংসনীয় কাজ, কিন্তু এমপিল্যাডের টাকা তো জনসাধারণের। এমপিল্যাড একান্ত বন্ধ রাখতে হলে দুবছরের কম সময়ের জন্য রাখা হোক। আমি আবেদন করব, এটা শুধু এক বছরের জন্য বন্ধ থাকুক, তাও মোট বরাদ্দের অর্ধেক ছাঁটা হোক, বাকিটা এমপিদের দেওয়া হোক।
অন্যদিকে আরজেডি সাংসদ মনোজ কুমার বলেন, একদিকে যখন তীব্র অর্থসঙ্কট চলছে, সেসময় সরকারের সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টকে বিলাসিতা মনে হয়, নতুন সংসদ ভবন তৈরির প্রকল্প স্থগিত থাকুক, যেমন বন্ধ রাখা উচিত সরকারি বিজ্ঞাপনে অর্থব্যয়ও।