নয়াদিল্লি: বলিউডে মাদক-যোগ নিয়ে সংসদে সরব হওয়া অভিনেতা-বিজেপি সাংসদ রবি কিষেণের সমর্থনে এগিয়ে এলেন বর্ষীয়ান অভিনেত্রী জয়াপ্রদা। একইসঙ্গে, সংসদেই রবি কিষেণের সমালোচনা করার জন্য অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চনকে আক্রমণ করলেন তিনি। বললেন, বিষয়টি নিয়ে রাজনীতি করছেন সমাজবাদী পার্টির সাংসদ।


সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি নেত্রী বলেন, আমি রবি কিষেণের মন্তব্যকে সমর্থন করছি। আমার কাছে মাদক থেকে যুবাদের দূরে রাখা গুরুত্বপূর্ণ। মাদক ব্যবহারের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত এবং যুব-সম্প্রদায়কে রক্ষা করা উচিত।


জয়াপ্রদা আরও বলেন, আমি জয়াজির (বচ্চন) আবেগকে সম্মান করি, কিন্তু এটা রাজনীতি করার বিষয় নয়। তাঁর ওই ধরনের মন্তব্য করার কোনও অধিকার নেই।


জয়াপ্রদার প্রশ্ন, কেন জয়া বচ্চন বিষয়টিকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাচ্ছেন? তাঁর তো যুবাদের বাঁচানোর কথা বলা উচিত যাতে আরেকটা সুশান্তকাণ্ড না ঘটে। ও আমাদের ছেড়ে চলে গেছে। গোটা দেশ বিচার চাইছে।


বলিউডের ড্রাগ-যোগ নিয়ে তরজার আঁচ পৌঁছে গিয়েছে সংসদে। মাদক-কাণ্ডে বলিউড তারকাদের নিশানা করেছিলেন বিজেপির লোকসভার সাংসদ রবি কিষেণ।


পরে, রবি কিষেণের বক্তব্যের প্রবল বিরোধিতা করেছেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ জয়া বচ্চন। মঙ্গলবার রাজ্যসভায় জিরো আওয়ার বলিউডে মাদক-যোগ ষড়যন্ত্র নিয়ে সোচ্চার হন জয়া বচ্চন।


নাম না করে আগের দিন সংসদেই বক্তব্য পেশ রাখা রবি কিষেণের সমালোচনা করে জয়া বচ্চন বলেন, সোশাল মিডিয়ায় গোটা ফিল্ম দুনিয়াকে হেয় করা হচ্ছে। যারা এই ইন্ডাস্ট্রি থেকেই নাম করেছে, তারাই এটা করছে। আমি একেবারেই সহমত নই। সরকারের উচিত এদের সংযত হতে বলা। দেশের সমস্ত রকমের বিপর্যয়ে বিনোদন জগতের মানুষজন সরকারের পাশে দাঁড়ান। অর্থ দিয়ে সাহায্য করেন। শুধুমাত্র কয়েকজনের জন্য গোটা ইন্ডাস্ট্রির বদনাম করা উচিত নয়। আমি লজ্জিত, গতকাল ফিল্ম ইন্ডাস্ট্রিরই একজন লোকসভায় এমন মন্তব্য করেছেন।


জয়া বচ্চনের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপি সাংসদ বলেন, আশা ছিল জয়াজি আমাকে সমর্থন করবেন। কারণ, মাদক-যোগকাণ্ডে যারা জড়িত, তাদের জন্য গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির বদনাম হচ্ছে। এই ইস্যুতে রবি কিষেণের পাশে দাঁড়িয়ে জয়া বচ্চনের বিরুদ্ধে তোপ দেগেছেন কঙ্গনা রানাউতও। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় জয়া বচ্চনের সমর্থনে মুখ খুলেছেন সুজয় ঘোষ, শবানা আজমি, তাপসী পান্নু, সোনাম কপূর-সহ একঝাঁক বলিউড তারকা।