কলকাতা: পঞ্চমীর বিকালে নাটকীয় ভাবে তিন বছর বাদে প্রকাশ্যে বিমল গুরুং। ২০১৭ সালের পর প্রথমবার প্রকাশ্যে এসে গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দ্য়োপাধ্যায়, তৃণমূলের প্রতি সমর্থন ঘোষণা করলেন। আজ বিকালে আচমকা সল্টলেকের গোর্খা ভবনের সামনে গুরুংয়ের গাড়ি দেখা যায়। কিন্তু ভবনের দরজা বন্ধ থাকায় তাঁকে বাইরে গাড়িতে বসে থাকতে হয়। যেহেতু সরকারি দফতর, তাই সেখানে রাজনৈতিক কর্মীর প্রবেশ নিষিদ্ধ ছিল বলে তিনি ভিতরে ঢুকতে পারেননি বলে সূত্রের খবর। সন্ধ্যার পর সাংবাদিক সম্মেলন করে বোমা ফাটান গুরুং।
তিনি জানিয়ে দেন, গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছি না। বলেন, গোর্খাল্যান্ড ইস্যুর পাশে যারা, সেই দলকে সমর্থন করব। ৬ বছর হয়ে গেলেও গোর্খাল্যান্ডের জন্য কিছুই করেনি বিজেপি, প্রতিশ্রুতি পূরণ করেননি মোদি-অমিত শাহ, এই বলেও ক্ষোভ প্রকাশ করেন। ঘোষণা করেন, তৃণমূলের সঙ্গে জোট করে এর জবাব দেব। বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করলাম। একুশের ভোটে তৃণমূলের সঙ্গে লড়তে চাই বলেও মন্তব্য করেন। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, মমতা যা যা প্রতিশ্রুতি দিয়েছেন, পূরণ করেছেন। আত্মপক্ষ সমর্থন করে বলেন, আমি দেশদ্রোহী নই, একজন রাজনীতিবিদ। তৃণমূলের সঙ্গে জোট বেঁধে একুশে বিজেপিকে জবাব দেব। তিনি জানান, আগে দিল্লিতে ছিলাম, শেষ ২ মাস ঝাড়খণ্ডে ছিলাম। মমতাকেই আবার মুখ্যমন্ত্রী দেখতে চাই বলেও মন্তব্য করেন গুরুং।