কলকাতা: করোনাকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। গরু পাচারকাণ্ডে সিবিআইকে ই-মেল পাঠালেন বিনয় মিশ্র। যদিও আবেদন খারিজ করে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে, কয়লাকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝিকে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই।
করোনাকালে বাইরে বেরোতে পারব না। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। প্রশ্নপত্র নিয়ে যখন দফতরে অপেক্ষায় সিবিআই আধিকারিকরা, তখন, তাঁদের কাছে, এমনই মেল পাঠালেন গরুপাচারকাণ্ডে অভিযুক্ত, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র। অবশ্য, মেলটি তিনি সরাসরি করেননি, তাঁরই হয়ে করেছেন, তাঁর আইনজীবী।
গরু পাচারকাণ্ডে সোমবার, সিবিআইয়ের সামনে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।এদিনই শেষ হয়েছে আদালতের তরফে দেওয়া তাঁর রক্ষাকবচের মেয়াদ। এই পরিস্থিতিতে CBI আধিকারিকরা তাঁর জন্য সন্ধে অবধি অপেক্ষা করলেও, দফতরে আসেননি বিনয় মিশ্র। পাল্টা ভিডিও কনফারেন্সিংয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানিয়ে মেল পাঠান তিনি।
গত ২২ এপ্রিল হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, যুব তৃণমূল নেতাকে ৩ মে হাজির হতে হবে সিবিআই দফতরে। সেই অনুযায়ী আদালতের রক্ষাকবচ আজই শেষ হচ্ছে। গরুপাচার কাণ্ডে এবং কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞসাসবাদ করার কথা ছিল সিবিআই অফিসারদের। কিন্তু দুপুর পেরিয়ে বিকেল গড়িয়ে গেলেও সিবিআই দফতরে হাজির হননি তিনি। এরপরই মেল করেন বিনয় মিশ্র।
কিন্তু মেলে আবেদন খারিজ করে দেয় সিবিআই। তারা জানিয়ে দেয়, ভিডিও কনফারেন্সে জিজ্ঞসাবাদ করা হবে না। সশরীরেই হাজির হতে হবে। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, কায়দা করে হাজিরা এড়িয়েছেন বিনয় মিশ্র। তাঁর বিরুদ্ধে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগও তুলেছে সিবিআই।
অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালাকে সোমবার, ফের জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, ৫ ঘণ্টা ধরে চলে প্রশ্নোত্তর পর্ব। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, কয়লাকাণ্ডে প্রভাবশালীদের যোগ নিয়ে সদুত্তর দিচ্ছেন না লালা। তদন্তকারীদের সাহায্য করছেন না বলে অভিযোগ। এনিয়ে ১৪ বার নিজাম প্যালেসে হাজিরা দিলেন অভিযুক্ত কয়লা ব্যবসায়ী। এদিকে ৫ ঘণ্টারও বেশি সময় ধরে নিজাম প্যালেসে সিবিআই জিজ্ঞসাবাদ করছে অনুপ মাঝি ওরফে লালাকে।