Bitcoin Price: ৩ বছরের লোকসান কাটিয়ে বিটকয়েনের দাম ছাড়াল ২০,০০০ ডলার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Dec 2020 12:44 PM (IST)
বিটকয়েন হল একটি ডিজিটাল কারেন্সি যা কোনও ব্যাঙ্ক বা সরকারের সঙ্গে যুক্ত নয়। নাম গোপন করে ইউজাররা এটি ব্যবহার করতে পারেন।
কলকাতা: এই প্রথম বিটকয়েনের দাম ২০,০০০ ডলার ছাড়িয়ে গেল। ৩ বছর আগে ওয়াল স্ট্রিটে নথিবদ্ধ হওয়ার পর এই প্রথম তা এমন লাভের মুখ দেখল। এই করোনায় বিটকয়েন অনেকেই বিনিয়োগ করেছেন। সোনা, রুপো, প্লাটিনামের দাম কমলেও বেড়েছে বিটকয়েনের দাম। শিকাগো মার্কেনটাইল এক্সচেঞ্জ ও শিকাগো বোর্ড অফ ট্রেডে ব্যবসা শুরুর পর ২০১৭-র ডিসেম্বরে ওয়াল স্ট্রিটে অভিষেক ঘটে বিটকয়েনের। শুরুর সঙ্গে সঙ্গে রেকর্ড দাম বেড়ে যায় এই ডিজিটাল কারেন্সির। ২০১৭-র শুরুতে যার দাম ছিল ১,০০০ ডলারের কম, তা বছরের শেষে ১৯,৭৮৩ ডলারে পৌঁছে যায়। কিন্তু কেনাবেচা শুরু হতেই পরিস্থিতি বদলে যায়। এক বছর পর বিটকয়েনের দাম কমে দাঁড়ায় ৪,০০০ ডলারেরও কম। আর গতকাল বিটকয়েনের দাম রেকর্ড বেড়ে হয় ২০,৩৯৮.৫০ ডলার বা প্রায় ১৪.৯ লাখ টাকা। এরপর অবশ্য কিছুটা কমে ১৪.৮১ লাখ টাকা হয় কিন্তু তা সত্ত্বেও লাভের পরিমাণ প্রায় ৪ শতাংশ। বিটকয়েন হল একটি ডিজিটাল কারেন্সি যা কোনও ব্যাঙ্ক বা সরকারের সঙ্গে যুক্ত নয়। নাম গোপন করে ইউজাররা এটি ব্যবহার করতে পারেন। কম্পিউটারের মাধ্যমে এর অধিকারী হওয়া যায়, আবার মার্কিন ডলার বা অন্যান্য কারেন্সির বিনিময়েও পাওয়া যেতে পারে। কিছু ব্যবসায় বিটকয়েনের ব্যবহার হয়, তবে অপরাধীরাও এই কয়েনের মাধ্যমে সহজেই অপরাধ করতে পারে।